৩ মে ১৯৭১ঃ শাহ আজিজুর রহমান
৬৫-৬৯ সংসদের সাবেক বিরোধী দলীয় নেতা এবং পাকিস্তান ন্যাশনাল লীগের সাধারণ সম্পাদক শাহ আজিজুর রহমান গতকাল বলেছেন ভারতীয় সাম্রাজ্যবাদী আগ্রাসন রোধে সশস্র বাহিনীকে সাহায্য করার জন্য জনগনের প্রতি আহ্বান জানান। শাহ আজিজ বলেন, পূর্ণ ও অবাধ গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য প্রেসিডেন্ট ইয়াহিয়া রাজনৈতিক দলগুলোকে সর্বাধিক সুযোগ-সুবিধা দিয়েছিলেন। পূর্ব পাকিস্তানের বৃহত্তম দল আওয়ামী লীগ জোর-জবরদস্তি ও প্রতারণার মাধ্যমে সাম্প্রতিক নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। আওয়ামী লীগের ছত্রচ্ছায়ায় সশস্ত্র ও শ্লোগানমুখর উন্মত্ত তথাকথিত রাজনৈতিক কর্মীরা ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে এবং সরকারি-বেসরকারি সংস্থাকে সম্পূর্ণরূপে তাদের আজ্ঞাবহ করে তোলে। তিনি আরো বলেন, পাকিস্তানকে ধ্বংসের হাত থেকে রক্ষার উদ্দেশ্য ২৫ মার্চ হস্তক্ষেপ করা ছাড়া সেনাবাহিনীর হাতে কোনো বিকল্প ছিল না। সেনাবাহিনীর সময়োচিত হস্তক্ষেপ ও আল্লাহর অশেষ কৃপায় দেশের অর্থনৈতিক জীবনে অতি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানসমূহের ধ্বংস রোধ হয়েছে।
[pdf-embedder url=”https://songramernotebook.com/wp-content/uploads/securepdfs/2021/05/৩-মে-১৯৭১ঃ-শাহ-আজিজুর-রহমান-.pdf” title=”৩ মে ১৯৭১ঃ শাহ আজিজুর রহমান”]