৩ মে ১৯৭১ঃ রেডিও পাকিস্তানে সুফিয়া কামালের বক্তব্য প্রচার
সামরিক কতৃপক্ষ বিশিষ্ট কবি সামাজিক কর্মী ও মহিলা পরিষদ নেত্রী সুফিয়া কামালকে দেশের পরিস্থিতি স্বাভাবিক দেখানোর জন্য তার একটি বেতার সাক্ষাৎকার প্রচারে বাধ্য করে। এক রেডিও কথিকায় পূর্ব পাকিস্তানের বিশিষ্ট কবি ও সমাজকর্মী বেগম সুফিয়া কামাল বলেছেন – যাঁরা তাকে ভালোবাসেন তাঁরা জেনে সুখী হবেন যে তিনি ভালোই আছেন এবং সাহিত্যকর্ম চালিয়ে যাচ্ছেন। ভারতীয় গণমাধ্যমের জবাব দেয়ার জন্য পাক সামরিক সরকারের এই প্রচেষ্টা নেয়। তারা এর আগে প্রচার করেছিল সুফিয়া কামাল পাক বাহিনীর হাতে নিহত হয়েছেন। তার সাক্ষাৎকার প্রচারের পরপর বাংলা একাডেমীর মহা পরিচালক একটি কথিকা পাঠ করে শুনান।