You dont have javascript enabled! Please enable it! 1971.05.02 | হামলার জন্য মুক্তিবাহিনীর অবস্থান গ্রহন - সংগ্রামের নোটবুক

২ মে ১৯৭১ঃ হামলার জন্য মুক্তিবাহিনীর অবস্থান গ্রহন

১ তারিখ মেজর শফিউল্লাহর নির্দেশে দ্বিতীয় বেঙ্গল রেজিমেন্টের লেফটেন্যান্ট গোলাম হেলাল মোরশেদ খান এক প্লাটুন যোদ্ধা নিয়ে তেলিয়াপাড়া থেকে মাধবপুর হয়ে শাহবাজপুরে পাকিস্তানি সৈন্যদের রেইড করার জন্যে রওয়ানা হন। মুক্তিযোদ্ধাদের তেলিয়াপাড়া এলাকাকে নিয়ন্ত্রনে রাখার তৎপরতার প্রাথমিক পর্যায়ে ক্যাপ্টেন মতিন, ক্যাপ্টেন সুবেদার আলী ভূঁইয়া, একজন নবাগত অফিসার ও তাঁর দল নিয়ে গ্রামের ভেতর দিয়ে শাহজিবাজার পৌঁছান। ক্যাপ্টেন মতিনের কাজ হচ্ছে শত্রুপক্ষের চলাচল-পথে এ্যামবুশ করা।