২ মে ১৯৭১ঃ জেনারেল হামিদের সিলেট সফর
সেনাবাহিনী প্রধান জেনারেল হামিদ ইস্টার্ন কম্যান্ডের কম্যান্ডার নিয়াজি এবং ১৪ ডিভিশন প্রধানকে নিয়ে সিলেটে বিভিন্ন সামরিক অবস্থান পরিদর্শন করেন। স্থানীয় কমান্ডারবৃন্দ জেনারেল হামিদকে বিগত দিনের কার্যক্রম এবং বর্তমান কর্মসূচী তুলে ধরেন। জেনারেল হামিদকে অনুপ্রবেশকারীদের রুট শেলা, হিমু, ছাতকের বিষয়ে জানানো হয়। তাকে বিভিন্ন সময়ে আটক কৃত অস্র গোলাবারুদ প্রদর্শন করা হয়। স্থানীয় কম্যান্ডার জেনারেল হামিদকে জানান অনুপ্রবেশকারীরা যাবার সময় প্রচুর খাদ্য শস্য এবং জ্বালানী সীমান্তের ওপারে নিয়ে যায়। জেনারেল হামিদ বিকেলেই ঢাকা ফিরে আসেন।