১ মে ১৯৭১ঃ প্রাদেশিক পরিষদ সদস্য এস.বি. জামানের আওয়ামী লীগের সাথে সম্পর্কচ্ছেদ
কিশোরগঞ্জের বাজিতপুর থেকে নির্বাচিত প্রাদেশিক পরিষদ সদস্য সৈয়দ বদরুজ্জামান (এস.বি.) জামান আওয়ামী লীগের সাথে সম্পর্কচ্ছেদ করেন। তিনি আওয়ামী লীগের দেশপ্রেমহীন নেতৃ বর্গের সাম্প্রতিক ঘৃণ্য কার্যকলাপের তীব্র নিন্দা করেন। তিনি জোর গলায় বলেন তার মত অনেক আওয়ামী লীগের এমএনএ, এমপিএ এবং নেতাদের এসব দুষ্কৃতিকারীদের প্রকৃত অভিসন্ধি সম্বন্ধে জানা ছিল না। তিনি পাকিস্তানের অখন্ডতা বজায় রাখার লক্ষ্যে সশস্ত্র বাহিনীকে সহযোগিতা করার জন্য ময়মনসিংহ জেলার সকল দেশপ্রেমিক জনগনের প্রতি আহ্বান জানান। পাকিস্তানের প্রধান শত্রু ভারত সীমান্তবর্তী এলাকায় সশস্র অনুপ্রবেশকারী পাঠিয়ে এবং পাকিস্তানের বিরুদ্ধে ক্ষতিকর প্রচারনা চালিয়ে আমাদের প্রিয় দেশের স্বাধীনতা বিপন্ন করে তুলেছে। এ পরিস্থিতিতে আমাদের সার্বভৌমত্ব অক্ষুন্ন রাখার জন্য প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের এবং আমাদের নবনিযুক্ত গভর্নর টিক্কা খানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন ছাড়া ভিন্ন পথ ছিল না। তিনি বলেন তাদের বীরোচিত ও গৌরবোজ্জ্বল ভুমিকা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে এবং সমগ্র জাতি তাদের প্রতি কৃতজ্ঞ থাকবে। তিনি বলেন জাতির জনক কায়েদে আজমের আদর্শে উজ্জীবিত হয়ে সকল খাটি পাকিস্তানীকে আমাদের অভ্যন্তরীণ ও বহিঃশত্রুর মোকাবেলা করতে হবে।