১ মে ১৯৭১ঃ উরসেসটারে পাকিস্তানের প্রথম ক্রিকেট ম্যাচে বাঙ্গালীদের বিক্ষোভ
বাঙ্গালী বিহীন ব্রিটিশ শহর উরসেসটারের কাউনটি দল উরসেসটারের সাথে পাকিস্তানের প্রথম ৩ দিনের প্রথম শ্রেণীর ক্রিকেট ম্যাচ এর আয়োজন করা হয়। ব্রিটেনে বাঙ্গালী আন্দোলনরত দল সমুহ লন্ডন ও বার্মিংহাম হতে দলে দলে উরসেসটারে আস্তে থাকে। তাদের বিক্ষোভের মুখে খেলা চালানো কঠিন হয়ে পড়ে। বিক্ষোভ কারীদের একাংশ টিকেট কেটে ভিতরে প্রবেশ করে কালো পতাকা প্রদর্শন করে এবং কম দামের বল মাঠের ভিতর নিক্ষেপ করতে থাকে। ফলে খেলা কছুক্ষন বন্ধ থাকে। বাহিরের দলটি দর্শকদের উদ্দেশে লিফলেট বিতরন করে এবং বিক্ষোভ প্রদর্শন করে।