You dont have javascript enabled! Please enable it! 1971.04.29 | মন্ত্রীসভার বৈঠক - সংগ্রামের নোটবুক

২৯ এপ্রিল ১৯৭১ঃ মন্ত্রীসভার বৈঠক

১) বাংলাদেশের টাকার আমানত স্থানীয় মুদ্রায় রুপান্তর করতে হবে। 
২) শান্তি আলোচনায় (বুখারেসট) প্রতিনিধিত্ব করবেন আব্দুস সামাদ তাকে একজন সহায়তা করবেন। 
৩) বাংলাদেশের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী লিয়াজো নাহারের সাথে সংযোগ রক্ষা করবেন। (উপ মুখ্যমন্ত্রীর নাম বিজয় সিং নাহার তাকে বুঝানো হতে পারে) 
৪) কম্যান্ডার ইন চীফ তার সকল কর্মকর্তার বিবরণী প্রকাশ করবেন। বাংলাদেশ বাহিনীতে প্রশিক্ষণার্থী বাছাইয়ে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। 
৫) আব্দুল মান্নান কে সভাপতি করে তিন সদস্য এর তথ্য ও বেতার কমিটি গঠন করা হল। 
৬) সকল এমএনএ, এমপিএ এবং দলের কেন্দ্রীয় কমিটির সদস্য গন ১৫০ টাকা হারে খোরাকী ভাতা পাবেন।
৭) জরুরী পরিস্থিতিতে মন্ত্রী পরিষদের সদস্য গন রাজস্ব তহবিল থেকে অগ্রিম নিতে পারবেন। 

মন্ত্রীসভার বৈঠক – ২

১) জনাব মহসিনের নামে একাউনট খুলতে হবে। রাজনৈতিক তৎপরতার খরচ এখান থেকে মিটাতে হবে। ত্রান তহবিলের একটি অংশ এ তহবিলে দেয়া হবে। মহসিন মন্ত্রীপরিষদের নিকট হিসাব দিবেন। 
২) প্রথম বৈঠকে নির্ধারিত আব্দুস সামাদের সাথে আমিরুল ইসলামকে প্রস্তাব করা হয়েছে। স্টকহমে শান্তি সম্মেলনে তারা যাবেন।
৩) ত্রান ও পুনর্বাসন কমিটি করা হল।
ক) ত্রানমন্ত্রী চেয়ারম্যান
খ) ইউসুফ আলী 
গ) জহুর আহম্মদ চৌধুরী 
ঘ) আব্দুস সামাদ
চ) সোহরাব হোসেন 
তারা বাংলাদেশ ত্রান তহবিল পরিচালনা করবেন।