You dont have javascript enabled! Please enable it! 1971.04.29 | পাকিস্তান সংবাদ - সংগ্রামের নোটবুক

২৯ এপ্রিল ১৯৭১ঃ পাকিস্তান সংবাদ

পিআইএ বিদেশী দের জন্য করাচী ঢাকা বিমান ভাড়া ৪ গুন বৃদ্ধি করেছে। আগে এ মূল্য ছিল ২২৫ টাকা বর্তমানে করা হয়েছে ৯৩৯ টাকা। ইয়াহিয়া খানের বিশেষ দূত সাবেক মন্ত্রী আরশাদ খান ফ্রান্সে প্রেসিডেন্ট পম্পেদুর সাথ বাংলাদেশ বিষয়ে আলোচনা করেছেন। তিনি প্রেসিডেন্টকে ইয়াহিয়ার একটি পত্র হস্তান্তর করেন। ৪০ দিন আগে তিনি শেখ মুজিবের ৬ দফা মেনে নিয়ে তার কাছে ক্ষমতা হস্তান্তরের জন্য ইয়াহিয়াকে আহবান জানিয়েছিলেন। পাকিস্তান সেনাবাহিনী বিমানের সাহায্যে পূর্ব পাকিস্তানের বিভিন্ন এলাকায় লিফলেট নিক্ষেপ করছে। মুক্তিযোদ্ধাদের মনোবল ভেঙ্গে দেয়ার জন্য এ লিফলেট নিক্ষেপ। লিফলেট টিতে শেখ মুজিবের ছবি দিয়ে তাতে লেখা ইনি বিশ্বাসঘাতক তাকে আটক করা হয়েছে।