২৯ এপ্রিল ১৯৭১ঃ প্রতিরোধ যুদ্ধ চট্টগ্রাম
পাক বাহিনী ২০০ স্থানীয় দালাল এবং ভারী অস্র সহযোগে ভোর থেকেই হিয়াকু আক্রমন করে। এতে ক্যাপ্টেন রফিকের বাহিনীর অনেক হতাহত হয়। রফিকের বাহিনী পশ্চাদপসরণ করে চিকনছড়ায় অবস্থান নেয়। চিকনছড়া রামগড়ের আগে শেষ গুরুত্বপূর্ণ স্থান। এ পথ দিয়েই বড় বড় শরণার্থীগন রামগড় ও সাবরুম যাচ্ছিল ফলে এ পথ বন্ধ হয়ে যায়। পাচ মিশালি বাহিনীতে শারীরিক পুষ্টি ও শৃঙ্খলার অভাব ছিল তাই রফিক তার বাহিনীকে আরও সুসংগঠিত করার জন্য যুদ্ধ না করে সরে যেতে চাইলেন। দক্ষিন ত্রিপুরার হরিনায় ভারত মুক্তিযোদ্ধাদের জন্য ক্যাম্প স্থাপন করে। বাহিনীকে পর্যায় ক্রমে সেখানে স্থানান্তর শুরু হয়। পাকবাহিনী রামগড়ের কাছাকাছি চলে আসায় খাগড়াছড়িতে যুদ্ধরত মেজর জিয়ার বাহিনীকে রামগড় ফিরে আসার আদেশ দেন জিয়া। মাঝ রাতের মধ্যে সব সৈন্য রামগড় পৌঁছে।