২৮ এপ্রিল ১৯৭১ঃ নয়া দিল্লীতে ডগলাস ম্যান
ব্রিটিশ এমপি ডগলাস ম্যান নয়াদিল্লীতে এক সাংবাদিক সম্মেলনে বলেছেন ব্রিটিশ সরকারের উচিত অবিলম্বে পাকিস্তানকে সব রকমের অস্র সাহায্য বন্ধ ও অন্যান্য সাহায্য স্থগিত রাখা। তারা পূর্ব পাকিস্তানে যা করছে তাকে গনহত্যা বলা ছাড়া অন্য কোন উচিত কথা আমার জানা নেই। তিনি বলেন তিনি দেশে ফিরে গিয়ে এ সফরের উপর ব্রিটিশ সরকারকে ৭ দফা পরিকল্পনা পেশ করবেন। এগুলির মধ্যে রয়েছে পূর্ব বাংলার জনগনের জন্য আন্তজার্তিক সাহায্য প্রেরন করা। সামরিক সরকারের নির্বিচারে হত্যাযজ্ঞ বন্ধ করার লক্ষে আন্তজার্তিক মিশন প্রেরন করা।