You dont have javascript enabled! Please enable it! 1971.04.28 | পাক ভারত কূটনীতিক বিবাদ - সংগ্রামের নোটবুক

২৮ এপ্রিল ১৯৭১ঃ পাক ভারত কূটনীতিক বিবাদ

ঢাকাস্থ ভারতীয় দুতাবাস কর্মীদের নেপালী বিমানে করে কাঠমুণ্ডু পৌঁছে দেবার ব্যবস্থা করার পাক প্রস্তাবকে ভারত সরকার বৈষম্যমূলক আচরন বলে অভিহিত করেছেন এবং এ সম্পর্কে নয়াদিল্লীর পাক দুতের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। পাক হাই কমিশনার সাজ্জাদ হায়দার আজ আবার ভারতীয় পররাষ্ট্র দপ্তরের যুগ্ন সচিব একে রায় এর সাথে সাক্ষাৎ করলে তাকে স্পষ্ট ভাষায় ভারতীয় বক্তব্য জানিয়ে দেয়া হয়েছে। যুগ্ন সচিব একে রায় পাক বেতারের অপপ্রচারের অস্বীকার করে বলেন যে কলকাতার পাক ডেপুটি হাই কমিশনার অফিসের কর্মীদের গতিবিধির উপর কোন নিষেধাজ্ঞা জারী করা হয়নি বরং পাক সরকার ঢাকার ভারতীয় ডেপুটি হাই কমিশনারকে তার গৃহে নজরবন্দী করে রেখে সমস্ত আন্তজার্তিক আইন লঙ্ঘন করেছে। তা ছাড়া কলকাতার পাক দুতাবাসের কর্মীরা যেখানে সরাসরি স্বদেশ ফিরে যেতে পারবেন সে ক্ষেত্রে ভারতীয় দুতাবাস কর্মীদের সরাসরি স্বদেশে আসতে না দিয়ে ৩য় দেশে পৌঁছে দেয়ার পাক সিদ্ধান্ত বৈষম্য মুলক।