২৭ এপ্রিল ১৯৭১ঃ প্রতিরোধ যুদ্ধ চট্টগ্রাম
এদিন ১১০০ পাক ও মিজো বাহিনী সম্মিলিত ভাবে মহালছড়ি আক্রমন করে। পাকিস্তানীদের ছিল ভারী মর্টার। মুক্তি বাহিনী শুধু মেশিনগান ও ৩০৩ রাইফেল নিয়েই আক্রমনের জবাব দেয়। এ যুদ্ধে ক্যাপ্টেন আফতাবুল কাদের শহীদ হন। কাদের একটি অবস্থানে যুদ্ধরত ছিলেন যাতে মুক্তিবাহিনী মহালছড়ি ছেড়ে পিছু হটে যেতে পারে। মুক্তি বাহিনী কোনমতে খাগড়াছড়িতে পিছু হটে অবস্থান নেয়। কয়েকজন যোদ্ধা কাদের এর লাশ রামগড় নিয়ে যায়। সেখানে তাকে যথাযথ মর্যাদায় দাফন করা হয়। এ যুদ্ধে মিজোদের অনেক হতাহত হয়। যে দুজন যোদ্ধা (শওকত ও ফারুখ) কাদেরের লাশ নিয়ে রামগড় গিয়েছিলেন তারা পরে কমিশন্ড অফিসার পদে সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন।