You dont have javascript enabled! Please enable it!

শিক্ষকতা পেশায় গোলাম আযম:

বিশ্ববিদ্যালয়ে গোলাম আজম আরবীতে অনার্সে ভর্তি হয়েছিলেন কিন্তু আরবীর শিক্ষকগন ছিল আধুনিক এবং ভাল পড়াতে পারতেন না। তিনি পরে আরবীর পরিবর্তে রাষ্ট্র বিজ্ঞানে অনার্স পড়ার আবেদন করেন কিন্তু তাকে অনার্সের পরিবর্তে পাস কোর্সে পড়ার অনুমতি দেয়া হয়। গোলাম আজম পাস কোর্সে বিএ পাশ করে রাষ্ট্র বিজ্ঞানে এমএ সম্পন্ন করেন। ১৯৫০ সালের ৩রা ডিসেম্বর তিনি রংপুর কারমাইকেল কলেজে রাষ্ট্র বিজ্ঞানের প্রভাষক হিসেবে যোগদান করেন। তিনি ১৯৫০ সালর ৩রা ডিসেম্বর থেকে ১৯৫৫ সালের ১০ই ফেব্রুয়ারি পর্যন্ত রাষ্ট্র বিজ্ঞান কর্মরত ছিলেন। ১৯৫৪ সনের ২২ এপ্রিল জামাতে ইসলামী গাইবান্ধা শাখায় সহযোগী হন পরে রংপুরের নেতৃত্ব পান। ১৯৫৫ সালে তিনি ২ মাস জেলে ছিলেন। এরপর তার চাকুরী চলে যায়।
মাত্র ৫ বছর চাকুরী করে কেউ অধ্যাপক হয়না। তার উপর আজম প্রিলিমিনারি করা মাস্টার্স। অধ্যাপক হতে গেলে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কমপক্ষে ২০ বছর শিক্ষকতা লাগে। গোলাম আজম সে সময় তাবলীগে জামাতের সাথে যুক্ত ছিলেন এবং শিক্ষকতার মধ্যেই তিনি দূর দূরান্তে চিল্লায় চলে যেতেন ফলে তার চাকুরীগত সমস্যা সৃষ্টি হয়। তাকে পরে চাকুরী থেকে অব্যাহতি দেয়া হয়। ইতিহাস বিকৃতি করে তার জীবনীতে লেখা হয় ভাষা আন্দোলনের কারনে তার জেল এবং পরবর্তীতে চাকুরী যায়।

নীচে যেসব বই থেকে তথ্য নেয়া হয়েছে তার প্রমাণ ও ছবি দেয়া হল।

 

Doc 1

 

 

 

Doc 2

Doc 3

 

 

 

Doc4

 

Reference book covers:

 

 

 

 

 

 

 

 

 

 

 

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!