২৬ এপ্রিল ১৯৭১ঃ ইয়াহিয়ার দুত হিসেবে আরশাদ খানের বিভিন্ন দেশ সফর
আইউবের শেষ পররাষ্ট্র মন্ত্রী আরশাদ হোসেন পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের নগ্ন হস্তক্ষেপ এর বিরুদ্ধে পাকিস্তানের বক্তব্য ব্যাখ্যার জন্য ইয়াহিয়ার দুত হিসেবে বিদেশ সফরে গিয়েছেন। তিনি লন্ডন মস্কো ও প্যারিস সফর করবেন। পাকিস্তান সরকার আরও কয়েক দেশে অনুরূপ দুত প্রেরন করবেন। আরশাদ বর্তমানে মস্কো সফর করছেন এবং তিনি ক্রেমলিনে সোভিয়েত প্রেসিডেন্ট আলেক্সি কসিগিনের সাথে সাক্ষাৎ করেছেন। বৈঠকে মস্কোতে নিযুক্ত পাক রাষ্ট্রদূতও উপস্থিত ছিলেন।
নোটঃ আরশাদ মার্চে শেখ মুজিবের পক্ষে ছিলেন।