২৬ এপ্রিল ১৯৭১ঃ কলকাতায় সাংবাদিক সম্মেলনে ব্রিটিশ এমপি
ডগলাস ম্যান ও নিউজিল্যান্ডের শ্রমিক দলীয় এমপি ট্রেভর ইয়ং কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে ব্রিটিশ এমপি ব্রুশ ডগলাস ম্যান বলেন পূর্ব বাংলায় পশ্চিম পাকিস্তানী সামরিক বাহিনীর নির্বিচার গণহত্যা ও বর্বরতা বন্ধ না করলে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের সাহায্যার্থে একটি আন্তঃজার্তিক স্বেচ্ছাসেবক ব্রিগেড গড়ে তোলা হবে। তিনি প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ ও তার সাথে মুক্তাঞ্চল পরিদর্শন করে এসেছেন। তার সাথে নিউজিল্যান্ডের শ্রমিক দলীয় এমপি ট্রেভর ইয়ং ও ছিলেন। দুজনই স্বাধীন বাংলা সরকারকে স্বীকৃতি দেয়ার জন্য নিজ নিজ সরকারের কাছে দাবী জানিয়েছেন। ইয়ং তার বক্তব্বে পশ্চিম পাকিস্তানে অস্র সরবরাহ বন্ধ করা উচিত। তিনি বলেন বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের কোন অবস্থাতেই পরাজিত করা সম্ভব হবে না তারা বিজয়ী হবেই।