২৬ এপ্রিল ১৯৭১ঃ কলকাতায় পাক মিশন বন্ধ ঘোষণা
নব নিযুক্ত পাকিস্তান ডেপুটি হাই কমিশনার মেহেদী মাসুদকে যথাযথ কূটনীতিক মর্যাদা না দেয়াকে কেন্দ্র করে আগের সিদ্ধান্ত মোতাবেক আজ দুপুর থেকে কলকাতায় পাকিস্তানের ডেপুটি হাই কমিশন বন্ধ করে দেয়া হয়েছে। পাকিস্তান বলেছে মিশন বন্ধের জন্য ভারতই দায়ী কারন কূটনীতিকদের প্রতি দায় দায়িত্ব নির্ধারণের ভিয়েনা চুক্তি ভারত লঙ্ঘন করেছে। পাকিস্তান জানিয়েছে একই সাথে ঢাকাস্থ ভারতীয় ডেপুটি হাই কমিশন বন্ধ করার জন্য তারা ভারতকে বলেছে। পাকিস্তান জানায় উভয় মিশনের কর্মচারী মালামাল নথীপত্র পারস্পরিক সম্মতির ভিত্তিতে বিনিময় হবে।