২৬ এপ্রিল ১৯৭১ঃ মফিজ উদ্দিন আহমেদ এর বিবৃতি
কাইউম মুসলিম লীগের সহ সভাপতি ও সাবেক প্রাদেশিক শিক্ষামন্ত্রী মফিজ উদ্দিন আহমেদ এবং কনভেনশন মুসলিম লীগের সাবেক সাধারন সম্পাদক আব্দুল মান্নান এক ঢাকায় এক যুক্ত বিবৃতিতে বলেছেন জন জীবনের সর্বস্তরে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার ব্যাপারে সরকারকে সহযোগিতা এবং দেশের অর্থনৈতিক অবস্থা পুনরুজ্জীবনের কাজে আত্মোৎসর্গ করার জন্য জনগনের প্রতি আহবান জানান। তারা বলেন পাকিস্তানকে রক্ষা এবং দুষ্কৃতিকারী অনুপ্রবেশকারী সমাজবিরোধী রাষ্ট্র বিরোধীদের নিশ্চিহ্ন করে ভারতের সব্রকম ধ্বংসাত্মক প্রচেষ্টাকে নস্যাৎ করার জন্য পূর্ব পাকিস্তানের দেশপ্রেমিক জনগন পশ্চিম পাকিস্তানী ভাইদের সাথে একত্রিত হতে তৈরি রয়েছেন সে ব্যাপারে কন সন্দেহ নেই। তিনি ভারতকে স্মরন করিয়ে দিয়ে বলেন এদেশের জনগন ভারতের ফাদে পা দিবে না। ভারতের হামলার বিরুদ্ধে দেশ প্রেমিক পাকিস্তানীরা পাকিস্তানের প্রতি ইঞ্চি জমি নিজের জীবন দিয়ে রক্ষা করবে। নেতৃদ্বয় বলেন পাকিস্তানের স্বাধীনতা সংগ্রামে মাদ্রাসা শিক্ষক এবং অন্যান্য ওলামারা গৌরবময় ভুমিকা পালন করেছেন। তারা মাদ্রাসা শিক্ষক ও অন্যান্য ওলামাদের জনগনের ভিতর দেশপ্রেমিকতা ও জাতীয় সংহতি সম্পর্কে স্পৃহা জাগিয়ে তোলার জন্য সর্বাত্মক প্রচেষ্টার মাধ্যমে নিজেদেরকে পুনরায় উৎসর্গ করার জন্য আহ্বান জানান।