You dont have javascript enabled! Please enable it!

২৬ এপ্রিল ১৯৭১ঃ এডভোকেট সিরাজুল হক এমএনএ এর বিবৃতি

ব্রাহ্মণবাড়িয়ার কসবা থেকে নির্বাচিত জাতীয় পরিষদ সদস্য ও শেখ মুজিবের ঘনিষ্ঠ সহচর এডভোকেট সিরাজুল হক আগরতলায় এক বিবৃতিতে বলেছেন প্রেসিডেন্ট ইয়াহিয়া খান ২৫ মার্চ ৮ জন জেনারেল দ্বারা নজরবন্দী ছিলেন। এ জেনারেলগণ ইয়াহিয়াকে দিয়েই স্বাধিকারের দাবী নস্যাৎ করতেই বাংলার জনগনের উপর নির্বিচারে হত্যার আদেশ দিয়েছিলেন। তিনি বলেন এই ৮ জেনারেল জাতীয় নির্বাচন স্থগিত রাখার জন্য ও আগে ইয়াহিয়াকে চাপ দিয়েছিলেন কারন তারা এটা বিশ্বাস করতেন আওয়ামী লীগ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা লাভ করবে। কিন্তু ইয়াহিয়া ঢাকা প্রশাসন, মুসলিম লীগের (সামরিক বাহিনী কাউন্সিল লীগ এবং জামাতকে তাদের সহযোগী হিসাবে অর্থায়ন করেছিল) গোপন জরীপের উপর আস্থাশীল ছিলেন। তাদের জরীপে ছিল আওয়ামী লীগ ৬০ এর বেশী আসন পাবে না। তিনি ইয়াহিয়া এবং ৮ জেনারেলের বাঙ্গালী বিদ্বেষ এর কথা শেখ মুজিবকে জানিয়েছিলেন এবং পাকিস্তান ছেড়ে অন্যত্র চলে যাওয়ার জন্য বলেছিলেন। 
নোটঃ সিরাজুল হক আইন মন্ত্রী এডভোকেট আনিসুল হকের পিতা এবং সাবেক প্রেসিডিয়াম সদস্য

 

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!