You dont have javascript enabled! Please enable it! 1971.06.19 | বিশ্বেরর দরবারে ইয়াহিয়া বর্ণবৈষম্য ও ঔপনিবেশিক অত্যাচারের অভিযােগে অভিযুক্ত | কালান্তর - সংগ্রামের নোটবুক

বিশ্বেরর দরবারে ইয়াহিয়া বর্ণবৈষম্য ও ঔপনিবেশিক অত্যাচারের অভিযােগে অভিযুক্ত
(স্টাফ রিপাের্টার)

মুজিবনগর, ১৮ জুন – দক্ষিণ আফ্রিকায় সংগঠিত হত্যাকাণ্ডের সঙ্গে তুলনীয় ইয়াহিয়ার বর্বরতা তার বিরুদ্ধে বিশ্ব শান্তি সংসদের সাম্প্রতিক বুদাপেস্ত কংগ্রেসে বর্ণ বৈষম্য ও ঔপনিবেশিক অত্যাচারের অভিযােগ তুলে ধরে ছিল।
ঐ কংগ্রেস থেকে সদ্য প্রত্যাগত বাঙলাদেশের অন্যতম প্রতিনিধি জনাব আবদুস সামাদ আজাদ আজ মুজিবনগরে এক সাক্ষাৎকারে উপরােক্ত বক্তব্য রাখেন। | সাক্ষাৎকারে উপস্থাপিত জনাব আবদুস সামাদ আজাদের বক্তব্যটি আজ স্বাধীন বাঙলা বেতার কেন্দ্র কর্তৃক প্রচারিত হয়েছে।
জনাব আবদুস সামাদ আজাদ ছিলেন ঐ কংগ্রেসের সর্বশ্রেষ্ঠ কমিশন বর্ণবৈষম্য ও উপনিবেশ সংক্রান্ত কমিশনের সভাপতি। সেখানেই ঐ বক্তব্য সহ বাঙলাদেশের সমর্থনে এক প্রস্তাব গৃহীত হয়। কংগ্রেসে যােগদান কারী বাঙলাদেশের অপর সদস্য দেওয়ান মাহবুব আলী সম্প্রতি দিল্লীতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
জনাব আবদুস সামাদ আজাদ জানান, “শত প্রচারেও ইয়াহিয়া লােকচক্ষু থেকে বাঙলাদেশের গণহত্যা ও সে দেশের জনগণের দেশত্যাগ সরাতে পারেনি। কংগ্রেস তাই আমাদের বিবরণ শুনেছে, ‘হানাদারদের বাঙলাদেশ থেকে না তাড়ানাে পর্যন্ত কোন আপস নেই আমাদের এই বক্তব্য সমর্থন করেছে, আমাদের সংগ্রামকে দেখেছে…

সূত্র: কালান্তর, ১৯.৬.১৯৭১