You dont have javascript enabled! Please enable it!

মার্ক রিবাউন্ড। প্রখ্যাত ফটোজার্নালিস্ট। ম্যাগনাম ফটোস এর শুরুর দিকের সদস্য। ১৯২৩ সালে জন্ম। ঘুরে বেরিয়েছেন বিভিন্ন যুদ্ধের ময়দানে। আজলেরিয়া, আফ্রিকা, ভিয়েতনাম, আফগানিস্তান, ইন্দিয়া, চায়না, জাপান সহ অনেক দেশ। তুলে এনেছেন ইতিহাসের সব দুর্লভ সাক্ষী। বাংলাদেশের মুক্তিযুদ্ধের অসামান্য কিছু ছবি তুলেছেন তিনি যা সমস্ত বিশ্বকে নাড়িয়ে তোলে। ২০১৬ সালে Alzheimers’ disease মারা যান।