You dont have javascript enabled! Please enable it! ৭১ এ রাজাকার বাহিনী সৃষ্টির দেড় বছর আগেই আধা রাজাকার বাহিনী গঠন করেছিলেন ভাসানী - সংগ্রামের নোটবুক

৭১ এ রাজাকার বাহিনী সৃষ্টির দেড় বছর আগেই আধা রাজাকার বাহিনী গঠন করেছিলেন ভাসানী।

এ বাহিনী ৭০ এর মে মাসে ব্যাপক বোমাবাজি শুরু করলে ইয়াহিয়ার হুমকির পর আন্ডার গ্রাউনডে চলে যায়। পরে এরাই সশস্র ভাবে তোহায়া, হক, মতিন, আলাউদ্দিন গ্রুপের হয় অরাজকতা শুরু করে। এ বাহিনী মুক্তিযুদ্ধের পক্ষে ছিল না।