You dont have javascript enabled! Please enable it! শেখ মুজিবের বিচার নিয়ে জুলফিকার আলী ভুট্টো - সংগ্রামের নোটবুক

শেখ মুজিবের বিচার নিয়ে জুলফিকার আলী ভুট্টো


ঢাকা বিশ্ববিদ্যালয় মাস্টার প্লান (কলাভবন অংশ) ১৯৬১ যা পালন করা হয়নি
১) এখন যেখানে জিয়া হল সেখানে প্রশাসনিক ভবন হওয়ার কথা ছিল। তখন কাঁটাবন রাস্তা ছিল রেল লাইন এবং শাহবাগ কাঁটাবন রাস্তা ছিল না।
২) কবি নজরুলের মাজারের অংশ বিশেষ ছিল যাদুঘরের জন্য
৩) মহসিন হল ছিল অডিটোরিয়ামের জন্য এবং মহসিন হলের মাঠ ছিল
৪) এখন যেখানে বঙ্গবন্ধু হল সেখানে প্রেস হওয়ার কথা ছিল।
ল্যাবরেটরি স্কুলের জন্য।
৫) বটতলা থেকে গুরুদুয়ারা পর্যন্ত আরেকটি ভবন
যা পালন করা হয়েছে
জিন্নাহ হল, জসিম উদ্দিন হল, আর্টস ইন্সটিটিউট, কলা লাইব্রেরী,