You dont have javascript enabled! Please enable it! 1947.08 | পাকিস্তানের প্রথম মন্ত্রিসভার তালিকা (আগস্ট ১৯৪৭-সেপ্টেম্বর ১৯৪৮) - সংগ্রামের নোটবুক

পাকিস্তানের প্রথম মন্ত্রিসভা

(আগস্ট ১৯৪৭-সেপ্টেম্বর ১৯৪৮)

 

মন্ত্রী ও তাঁদের দপ্তর সংক্ষিপ্ত কর্মজীবন
১. লিয়াকত আলী খান : প্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী; ১৯৪৭ সালের ১৫ আগস্ট তারিখে দায়িত্বগ্রহণ করেন। বিভাগপূর্ব সময়েই দীর্ঘ রাজনৈতিক জীবন; অন্তর্ববর্তীকালীন (১৯৪৬-৪৭) সরকারের অর্থ বিষয়ক সদস্য।
২. স্যার মোহাম্মদ জাফরুল্লাহ খান : পররাষ্ট্র এবং কমনওয়েলথ সম্পর্ক; দায়িত্বগ্রহণ করেন ২৭ ডিসেম্বর, ১৯৪৭। ভাইসরয়ের কাউন্সিলের সাবেক সদস্য; ফেডারেল আদালতের (১৯৪১-৪৭)
৩. গোলাম মোহাম্মদ : অর্থ; অর্থনৈতিক বিষয়; দায়িত্বগ্রহণ করেন ১৫ আগস্ট, ১৯৪৮। ইন্ডিয়ান অডিট অ্যান্ড একাউন্টস্ সার্ভিসের সাবেক সদস্য; হায়দারাবাদ রাজ্যের সাবেক অর্থমন্ত্রী; টাটার (ইন্ডিয়া) সাবেক পরিচালক।
৪. সরকার আবদুর নিশতার : যোগাযোগ; দায়িত্বগ্রহণ করেন ১৫ আগস্ট, ১৯৪৭। বিভাগপূর্ব কালের দীর্ঘ রাজনৈতিক জীবন; অন্তর্বতীকালীন সরকারের যোগাযোগ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত সদস্য।
৫. যোগেন্দ্রনাথ মন্ডল : আইন ও শ্রম; দায়িত্বগ্রহণ করেন ১৫ আগস্ট, ১৯৪৭। বিভাগপূর্ব বাংলার মন্ত্রিসভার সাবেক সমবায় মন্ত্রী; অন্তর্বর্তী সরকারের আইন বিভাগের দায়িত্বপ্রাপ্ত সদস্য।
৬. ফজলুর রহমান : শিক্ষা ও শিল্প; বাণিজ্য ও পূর্ত; দায়িত্বগ্রহণ করেন ১৫ আগস্ট. ১৯৪৭। বিভাগপূর্ব বাংলার সাবেক মন্ত্রী (১৯৪৬)।
৭. পীরজাদা আবদুস সাত্তার : খাদ্য, কৃষি ও স্বাস্থ্য; দায়িত্বগ্রহণ করেন ৩০ ডিসেম্বর, ১৯৪৭। সিন্ধু প্রদেশের মন্ত্রিসভার সাবেক মন্ত্রী (১৯৪১-১৯৪২, ১৯৪৬-১৯৪৭)।
৮. খাজা সাহাবুদ্দিন : স্বরাষ্ট্র; তথ্য ও প্রচার শরণার্থী পুনর্বাসন; দায়িত্বগ্রহণ করেন ৮ মে, ১৯৪৮। বিভাগপূর্ব বাংলার গভর্নরের নির্বাহী পরিষদের সাবেক সদস্য (১৯৩৬); বাংলার মন্ত্রিসভার সাবেক মন্ত্রী (১৯৪৩-৪৫)।

 

সূত্র : Khalid Bin Sayeed, The Central Government of Pakistan 1947-1951 (unpublished Ph.D Thesis, Department of Economics & Political Science, McGill University, 1956), 56-57.

বাংলাদেশের ইতিহাস ১৭০৪-১৯৭১ রাজনৈতিক ইতিহাস, সম্পাদক সিরাজুল ইসলাম, p 262