You dont have javascript enabled! Please enable it! প্রশ্ন আমাদের - সংগ্রামের নোটবুক

 

 

 

One comment:

আওয়ামী মুসলিম লীগ নামে প্রথম দল হয় সীমান্ত প্রদেশে ফেব্রুয়ারী ৪৯ এ। মানকি শরিফ ছিলেন সভাপতি লুন্দখর ছিলেন সাধারন সম্পাদক। অসমাপ্ত আত্মজীবনীতে এর উল্লেখ আছে। তারপর হইল জিন্নাহ মুসলিম লীগ নবাব মামদতের পাঞ্জাবে। এরপর হইল পূর্ব বাংলায় আওয়ামী মুসলিম লীগ। সোহরাওয়ারদি বানালেন ১৯৫০ সালের জানুয়ারিতে জিন্নাহ আওয়ামী লীগ (নামটা সঠিক মনে আসছে না)। পাকিস্তানে আওয়ামী লীগের প্রতিষ্ঠা দিবস সোহরাওয়ারদির দলের সময়টা মানা হয়। সোহরাওয়ারদি নবাব মামদতের সাথে মিলে বানালেন জিন্নাহ আওয়ামী মুসলিম লীগ। পীর মানকি শরিফ এই দলের সাথে বিলুপ্ত হয়। ৫১ সালের নির্বাচনে সীমান্ত প্রদেশে এই দল ২য় হয় কিন্তু পাঞ্জাবে ভরাডুবি হয়। মামদত দল চেরে চলে যায়। এই ইমেজে দেখাচ্ছে মানকির দল হয়েছে ৫০ এ এটা ভুল। ৪৯ এ সোহরাওয়ারদি মুজিবকে লাহোর পাঠাইয়াছিলেন ঐক্যবদ্ধ আওয়ামী মুসলিম লীগ বানানোর আলোচনা করতে। আমার ডকুমেন্ট নাই বললেই চলে তাই কাগজ দেখে সঠিক নির্ভুল তথ্য দিতে পারলাম না। অসমাপ্ত আত্মজীবনী পরে মিলাইয়া নিয়েন।
  • Salah uddin