২৪ এপ্রিল ১৯৭১ঃ শেখ মুজিবের বাসভবন
এদিন একদল পোষা সাংবাদিকদের দিয়ে শেখ মুজিবের বাসভবন পরিদর্শন করানো হয়। তারা তাদের রিপোর্ট স্ব স্ব পত্রিকায় প্রকাশ করেন। সকল পত্রিকার রিপোর্ট অভিন্ন ছিল। তারা লিখেছে এ বাড়ীতে সেনাবাহিনী ২৬ মার্চ কোন ধ্বংসাত্মক কাজ করেনি। মাত্র কয়েকটি জানালার কাচ ভাঙ্গা পাওয়া গিয়েছে। যে খুঁটিতে শেখ মুজিব বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন সে খুঁটিটি ভাঙ্গা পাওয়া গিয়েছে। সবুজ একটি টয়োটা ল্যান্ড রোভার গাড়ী পরিতেক্ত অবস্থায় পড়ে আছে। শেখ মুজিব গ্রেফতারের পরপর তার পরিবার পাশের বাড়ীতে আশ্রয় নিয়েছিল। আশেপাশের প্রতিবেশীরা জানায় শেখ মুজিবের পরিবার কোথাও তার আত্মীয় স্বজনের বাড়ীতে আছেন।