You dont have javascript enabled! Please enable it! 1972.12.04 | দালালদের পক্ষে ভাসানী - সংগ্রামের নোটবুক

৪ ডিসেম্বর ১৯৭২ঃ দালালদের পক্ষে ভাসানী

জয়পুরহাট ভাসানীর শ্বশুরবাড়ী। স্ত্রী আলেমার মাধ্যমে হয়ত কোন তদ্বির হয়েছিল। হটাত করেই জয়পুরহাটের জনসভায় তিনি এ দাবী করেছিলেন। ইঙ্গিত আব্দুল আলীমের মুক্তি। কিছু দিন যাবত আওয়ামী লীগের পক্ষ থেকে দাবী করা হচ্ছিল ৭১ এর রাজাকার, দালালরা ভাসানীর ছত্রছায়ায় আশ্রয় নিচ্ছে।