কয়েকটি সংস্থা বাঙলাদেশের শরণার্থীদের রিলিফ দিচ্ছে মার্কিন সরকার দেয়নি
ওয়াশিংটন, ২৮ এপ্রিল মার্কিন পররাষ্ট্রদপ্তর গতকাল বলেছে যে, বাঙলাদেশ থেকে যে সব অদিবাসী শরণার্থী হিসাবে ভারতে এসেছে তাদের রিলিফ দেবার জন্য ক্যাথলিক রিলিফ সার্ভিস, চার্চ ওয়ার্ড সার্ভিস এবং কেয়ার নামক রিলিফ সংস্থা কিছু সামগ্রী পাঠিয়েছে। তারা অনুমান করছে পশ্চিমবঙ্গ ও আসামে আগত প্রায় দেড় লক্ষ শরণার্থীকে কয়েক সপ্তাহ ধরে রিলিফ দেবার উপযােগী সামগ্রী ঐ তিনটি সংস্থা পাঠিয়েছে।
এ-পি জানিয়েছে, মার্কিন মুখপাত্র আরও জানিয়েছেন, বাঙলাদেশের মধ্যেও দূর্গত জনগণকে খাদ্যাদি সরবরাহ করার ব্যবস্থা সম্পর্কে ওয়াশিংটন এবং ইসলামবাদ উভয় স্থানেই মার্কিন কর্তৃপক্ষ আবার আলােচনা চালাচ্ছেন।
সূত্র: কালান্তর, ২৯.৪.১৯৭১