You dont have javascript enabled! Please enable it! 1971.04.04 | পাক-সেনারা নিজেদের ঘাঁটিতে আটক | কালান্তর - সংগ্রামের নোটবুক

পাক-সেনারা নিজেদের ঘাঁটিতে আটক

…করা হয়েছে। শমসেরনগর শহরটিও বােমাদ্বারা আক্রান্ত হয়। এর পরই ওখানে ছত্রী সৈন্যদের নামানাে হয়েছে।
দিনাজপুর জেলায় ঠাকুরগাঁও বিমান বন্দরে পাকিস্তানী সৈন্য বাহিনী নটি ট্রাক মুক্তিবাহিনী হয় দখল করেছে কিংবা নষ্ট করে দিয়েছে। ঠাকুরগাঁও এবং লালমণিরহাট বিমানবন্দর দুটিই মুক্তি যােদ্ধারা অকেজো করে দিয়েছে।
সিলেটের খাদিমনগর বিমান বন্দরটি ৩১ নং পাঞ্জাব রেজিমেন্ট এর হাতে।
মুর্শিদাবাদে আগত তিনজন উদ্বাস্তুর কাছে শােনা গেছে রাজশাহীতে নতুন সৈন্য আমদানীর জন্য পশ্চিম পাকিস্তানী সৈন্যরা হােডার ক্র্যাক্ট ব্যবহার করছে।
ঐ উদ্বাস্তুরা এক প্রত্যক্ষদর্শীর বিবরণে বলেন, ২৭ মার্চ পুলিশ লাইনে যে লড়াই বাধে সেখানে পশ্চিম পাকিস্তানী সৈন্যদের বেশির ভাগ অস্ত্রশস্ত্র হাতছাড়া হয়।
তাঁরা বলেন, সৈন্যরা যখন মর্টার এবং শেল ব্যবহার করেছে মুক্তিবাহিনী তখন কেবল রাইফেল নিয়ে লড়াই করেছে।
রাজশাহী শহরে পাঁচদিন সান্ধ্য আইন ছিল। আর সন্ধ্যার অন্ধকারে সৈন্যরা সমগ্র শহরের ওপর কামান দেখেছে বিশেষ করে বিশ্ববিদ্যালয় অঞ্চলে। সৈন্যরা ঘর জ্বালিয়েছে। অসংখ্য লােককে ঘর থেকে টেনে হত্যা করেছে। কমপক্ষে ২ হাজার লােক এদের হাতে নিহত হয়েছে।

সূত্র: কালান্তর, ৪.৪.১৯৭১