You dont have javascript enabled! Please enable it!

চীনা দূতাবাসের ভারপ্রাপ্ত কর্মীর কাছে বাঙলাদেশ মিশন প্রধানের বার্তা

নয়াদিল্লী, ৩০ অক্টোবর (ইউ এন আই) – জাতিসংঘে চীনের অন্তর্ভুক্তিতে বাঙলাদেশ মিশন প্রধান হুমায়ূন রশীদ চৌধুরী চীনা দূতাবাসের চার্জদ্য অ্যাফেয়ার্স হুয়া মিঙ তাকে অভিনন্দন জানিয়েছেন।
গতকাল এক বার্তায় মিঃ চৌধুরী চীনের জাতিসংঘভূক্তিকে ন্যায় ও সুবুদ্ধির জয় বলে অভিহিত করেন।
বার্তায় বলা হয়, এর ফলে বিশ্ব মানব সমাজ দমন ও শশাষণ মুক্ত করার কাজে চীন গণতান্ত্রিক প্রজাতন্ত্র অন্যান্য সদস্যদের সঙ্গে ন্যায়সঙ্গত ভূমিকা পালন করার সুযােগ পাবে। মিঃ চৌধুরী আশা প্রকাশ করেন, ইয়াহিয়ার দালালদের বিরুদ্ধে জীবন-মৃত্যুর সংগ্রামে রত সাড়ে সাত কোটি বাঙালীর স্বাধীনতা সংগ্রামে চীন সমর্থন দেবে।
স্মরণ থাকে যে, বাঙলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম একই ধরনের অভিনন্দন বার্তা চীনের কমিউনিস্ট পার্টির চেয়ারম্যান মাও সে-তুং’এর কাছে পাঠিয়েছেন।

সূত্র: কালান্তর, ৩১.১০.৭১