ভারতের মুসলমান বাঙলাদেশ’ স্বীকৃতির পক্ষে
কোচিন, ১৯ আগস্ট (ইউ এন আই)-আজ এখানে মুসলিম লীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম সুলেমান সাইত (এম পি) ঘােষণা করেন যে, বাঙলাদেশকে যদি স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় তবে লীগ ও ভারতের ৮ কোটি মুসলমান ভারত সরকারের পেছনে দৃঢ়ভাবে দাঁড়াবে।
বাঙলাদেশের প্রশ্নে লীগের বক্তব্য সম্পর্কে কোনাে কোনাে মহলে ভুল ধারণার সৃষ্টি হওয়ার দরুণই তাঁকে এই বিবৃতি দিতে হল বলে তিনি জানিয়েছেন।
তিনি বলেন, তাঁর পার্টির মত হল বাঙলাদেশ স্বীকৃতির প্রশ্নটি গুরুতরভাবে বিচার করতে হবে এবং ভারতের স্বার্থের প্রতিও এই ব্যাপারে দৃষ্টি রাখা দরকার।
শেখ মুজিবর রহমানের নিরাপত্তার জন্য জাতিসংঘের সাধারণ সম্পাদকের কাছে যে স্মারকলিপি পেশ করা হয়েছিল তাতে মুসলিম লীগের এম পি স্বাক্ষর দেয় নি বলে সমর গুহ (এম পি) যে অভিযােগ করেছিল জনাব সাইত তা সম্পূর্ণ অস্বীকার করেছেন। জনাব সাইত বলেন, “স্মারকলিপিতে স্বাক্ষর দেবার আগে আমি বিবেচনার জন্য সময় চেয়েছিলাম, কিন্তু শ্রীগুহ তা দিতে অস্বীকার করেন।”
তিনি শেখ মুজিবরের জীবনের নিরাপত্তা দাবি করেছেন, তাঁর জীবন বিপন্ন হলে তার কোটি কোটি অনুগতদের মধ্যে আগুন জ্বলে যাবে।
সূত্র: কালান্তর, ২০.৮.১৯৭১