শরণার্থীদের জন্য বৃটেনের উদ্যোগ
লণ্ডন, ৭ জুন (এপি) ভারতে বাঙলাদেশ থেকে আগত কলেরা রােগাক্রন্ত শরণার্থীদের জন্য বৃটেন আজ ঔষধ ও খাদ্যসামগ্রী বিমানে পাঠানাের সাংগঠনিক কাজ শুরু করেছেন।
শিঘ্রই বৃটিশ রয়াল এয়ারফোর্স বিমানে কলেরা প্রতিষেধক টীকা, সিরিঞ্জ এবং অন্যান্য সামগ্রী পাঠানাে হচ্ছে।
রাষ্ট্রসংঘের আবেদন অনুসারে ইতিমধ্যেই ৭৫০,০০০ পাউণ্ড স্টালিং বৃটেন শরণার্থীদের জন্য দান করেছেন। আরাে সাহায্য দিতে বৃটেন সরকার প্রস্তুত আছেন বলে জাতিসংঘকে জানিয়েছেন।
সূত্র: কালান্তর ৭.৬.১৯৭১