You dont have javascript enabled! Please enable it! 1971.10.31 | দুটি পাক বিমানের জম্মু ও কাশ্মীরের আকাশ সীমা লঙ্ঘন | কালান্তর - সংগ্রামের নোটবুক

দুটি পাক বিমানের জম্মু ও কাশ্মীরের আকাশ সীমা লঙ্ঘন
পাকিস্তান সরকারের কাছে কড়া প্রতিবাদ

নয়াদিল্লী, ৩০ অক্টোবর (ইউ এন আই)-আজ বিকেলে দুটি পাক বিমান জম্মু ও কাশ্মীর অঞ্চলে আকাশ সীমা লঙ্ঘন করে ভারতে অনুপ্রবেশ করে। পরে তাড়া খেয়ে বিমান দুটি পালিয়ে যায়।
পাক সরকারের কাছে এ সম্পর্কে কড়া প্রতিবাদ জানানাে হয়েছে। ছাম্ব-জুরিয়ান অঞ্চলে পাক-বাহিনী ভারতীয় অঞ্চলে উড্ডীয়মান একটি ভারতীয় হেলিকপ্টারের উপর যথেচ্ছাভাবে গুলি চালায়। ভারতের সীমান্ত নিরাপত্তা বাহিনীও পাল্টা আক্রমণ করলে প্রায় বিশ মিনিট যাবৎ উভয় পক্ষের মধ্যে গুলি বিনিময় হয়।
জম্মু থেকে সরকারী রিপাের্টে বলা হয়েছে যে, অপর একটি পাক বিমান ভারতের অভ্যন্তরে অনুপ্রবেশ করলে ভারতীয় বিমান বাহিনী তাকে তাড়া করে।
জনৈক সরকারী মুখপাত্র আজ জানান যে, পুঞ্চ অঞ্চলে পাক বাহিনী মােট ৪৩ বার সীমানা লঙ্ঘন করেছে এবং তা জাতিসংঘের পর্যবেক্ষকদের জানানাে হয়েছে।
জম্মু ও কাশ্মীর অঞ্চলে ১৩৮ বার যুদ্ধ বিরতি সীমানা লঙ্ঘন। নয়াদিল্লী থেকে বিশেষ প্রতিনিধি জানাচ্ছেন যে, পূর্ব ও পশ্চিম উভয় অঞ্চলের আন্তর্জাতিক সীমানা বরাবর
কাশ্মীর অঞ্চলে ১৩৮ বার যুদ্ধ বিরতি সীমানা লঙ্ঘন করেছে
প্রতিরক্ষা ও পররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্রদ্বয় আজ ঐ মর্মে তথ্য জানিয়ে বলেন যে, গত ২৯ অক্টোবর ক্রিরার কমলাপুরের কাছে সীমান্তের এপার দিয়ে ভারতের একটি পর্যবেক্ষক বিমান যখন উড়ে যাচ্ছিল তখন। সেটিকে পাক বাহিনী গুলিবিদ্ধ করে। বিমানটির আংশিক ক্ষতি হলেও সেটি নিরাপদে অবতরণ করেছে।
২৭ ও ২৮ অক্টোবর এক কোম্পানি পাক সৈন্য জলপাইগুড়ির কাছে ভারতের সীমান্ত রক্ষা বাহিনীকে আক্রমণ করতে চেষ্টা করে। ভারতীয় বাহিনী মর্টার ও গােলা নিক্ষেপ করে সে চেষ্টা ব্যর্থ করে দেয়।
কয়েক সপ্তাহ ধরে পূর্বাঞ্চলে ভারতীয় এলাকায় বহু সংখ্যক পাকিস্তানী সৈন্যের অনুপ্রবেশ ঘটে।
উক্ত মুখপাত্রদ্বয় জানান যে গত ১১ ও ১২ অক্টোবর পাক বাহিনী ভারতীয় এলাকার ৫০ মাইল অভ্যন্তরে অনুপ্রবেশ করে এবং ত্রিপুরায় একটি সীমান্ত ঘাঁটি আক্রমণের চেষ্টা করলে ভারতীয় বাহিনী পাল্টা আক্রমণ করে। ফলে ৬ জন পাক সৈন্য নিহত ও ১০ জন আহত হয়।
১৪ ও ১৫ অক্টোবর রাত্রে কয়েকজন পাকিস্তানী ত্রিপুরা সীমান্তে ভারতীয় অঞ্চলে অনুপ্রবেশ করে গ্রামের একটি ঘরে আগুন লাগিয়ে দেয় এবং একজন গ্রামবাসীকে জোর করে নিয়ে চলে যায় বলে এজেন্সির সংবাদে প্রকাশ। পাক বাহিনী গত ১৮ অক্টোবর ত্রিপুরার বিলােনিয়ার কাছে আন্তর্জাতিক সীমানার এপারে গুলি চালিয়ে ৩ জন ভারতীয়কে জখম করে।
গত ২১ অক্টোবর মাইন বিস্ফোরণে মালবাহী ট্রেনের ২টি খালি বগী লাইনচ্যুত হয় এবং করিমগঞ্জ ও ধর্মনগরের মাঝামাঝি এলাকায় ১শ ফুট রেল লাইন ক্ষতিগ্রস্ত হয়।
ভারতের সীমান্তরক্ষী বাহিনী মেঘালয়ের পিছনেগাপাড়ার কাছে ৪ জন রাজাকারকে হাতে-নাতে ধরে ফেলে।
গত ২৪ অক্টোবর আগরতলা হয়ে পাক বাহিনী গােলা নিক্ষেপ করে। ফলে ৬ জন ভারতীয় নিহত ও ৩ জন আহত হন।

সূত্র: কালান্তর, ৩১.১০.১৯৭১