শরণার্থীদের ত্রাণ-কাজ পর্যবেক্ষণের জন্য সর্বদলীয় বে-সরকারী কমিটি গঠনের উদ্যোগ
(বিশেষ প্রতিনিধি)
নয়াদিল্লী, ৫ জুন বাঙলাদেশ থেকে আগত শরণার্থীদের ত্রাণ কার্য পর্যবেক্ষণের জন্য কংগ্রেস এম, পি, শ্রীধি, আর, ভগতের নেতৃত্বে শীঘ্রই একটা কেন্দ্রীয় ত্রাণ সংযােগরক্ষাকারী কমিটি গঠিত হবে। কমিটি বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে তৈরী হবে। যদিও একটা বে-সরকারী কমিটি, তা সত্ত্বেও এর পেছন সরকারী পৃষ্ঠপােষকতা থাকছে।
ত্রাণ কার্য ছাড়াও কমিটি ব্যাপকহারে শরণার্থী আগমনের ফলে উদ্ভূত জটিল রাজনৈতিক পরিস্থিতির প্রতিও নজর দেবে।
সংবাদে প্রকাশ, আওয়ামী লীগ ও ন্যাপের বিশিষ্ট নেতারা অবাধে চলাফেরা করতে না পারার ফলে বাঙলাদেশের মুক্তিযােদ্ধাদের রাজনৈতিক নেতৃত্ব দেওয়া সম্ভব হচ্ছে না।
বাঙলাদেশের পরিস্থিতিকে অবাঞ্ছিত ব্যক্তিরা যাতে ঘােরালাে করে তুলতে না পারে তার জন্য বাঙলার মুক্তি যােদ্ধাদের অবাধ গতিবিধির প্রয়ােজন এবং সেই গতিবিধি যাতে বজায় থাকে তাও উক্ত কমিটি লক্ষ্য রাখবে বলে জানা গেছে।
সূত্র: কালান্তর ৬.৬.১৯৭১