You dont have javascript enabled! Please enable it!

খুলনার সর্বত্র দুর্ভিক্ষের অবস্থা

কৃষ্ণনগর, ১৯ জুলাই (ইউ এন আই) – তীব্র খাদ্য সঙ্কটের ফলে বাঙলাদেশের খুলনা জেলার সর্বত্র প্রায় দুর্ভিক্ষাবস্থার সৃষ্টি হয়েছে। যােগাযােগ ব্যবস্থা বিপর্যস্থ হয়ে পড়ায় ঢাকা এবং আশেপাশের অঞ্চলগুলি থেকে খুলনায় খাদ্যদ্রব্য সরবরাহ প্রায় বন্ধ হয়ে গেছে।
ঢাকা ও যশাের থেকে খুলনায় আসার মােটরগাড়ির রাস্তাগুলি মুক্তিফৌজের গেরিলারা বিধ্বস্ত করে দিয়েছে। জেলা প্রশাসনের সমস্ত লঞ্চগুলিও পাক সেনারা টহলদারীর কাজে লাগিয়েছে। কিছু লঞ্চকে আবার গণবােটেও পরিণত করা হয়েছে। ফলে যােগাযােগ ও পরিবহনের মাধ্যমগুলি প্রায় অচল।
এছাড়া জেলার প্রায় ৩০ লক্ষ লােকের এক-তৃতীয়াংশ পালিয়ে যাওয়ার ফলে মােট চাষযােগ্য জমির অর্ধেক অংশে কোন চাষাবাদ হয় নি। দিনমজুরের অভাবে যেটুকু ফসল মাঠে আছে তাও নষ্ট হওয়ার মুখে।
সামরিক শাসকদের সমস্ত চেষ্টা সত্ত্বেও খুলনার বিপর্যস্ত প্রশাসন ব্যবস্থার কোন উন্নতি ঘটানাে সম্ভব হয় নি। যে সামান্য কয়েকজন অফিসারকে কাজ করতে বাধ্য করা হয়েছিল দু’জন সিনিয়র ম্যাজেস্ট্রেট-শ্রীরাজেন্দ্র লাল সরকার ও সেনওয়ার আলী-কে সৈন্যরা হত্যা করায় তারা ভীত হয়ে পড়েছেন। ডেপুটি কমিশনার নূরুল ইসলাম খান ও জেলার পুলিস সুপারিনটেন্ডেন্টকে গ্রেপ্তার করাতে ও ঐ অফিসাররা সন্ত্রস্ত।

সূত্র: কালান্তর, ২০.৭.১৯৭১

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!