নদীয়া ও মুশিদাবাদ জেলায় কলেরা মহামারীতে ৪ হাজার শরণার্থীর মৃত্যু
কৃষ্ণনগর, ৬ জুন (ইউএন আই) সরকারী সূত্রে বলা হয়েছে যে, গত ১৫ দিনে নদীয়া ও মুশিদাবাদ জেলায় কলেরা রােগাক্রান্ত হয়ে প্রায় ৪ হাজার শরণার্থী মারা গিয়েছেন। একমাত্র নদীয়া জেলায়ই মৃত্যুর সংখ্যা ৩ হাজার।
কলেরা মহামারী প্রতিরােধের জন্য সরকারী ও বেসরকারী উদ্দ্যোশে প্রচেষ্টা চালানাে হচ্ছে বলে ঐ সূত্রে বলা হয়েছে।
সূত্র: কালান্তর ৭.৬.১৯৭১