You dont have javascript enabled! Please enable it! 1971.07.27 | পাকসেনারা তিনটি গ্রাম খালি করার আদেশ জারি করেছে | কালান্তর - সংগ্রামের নোটবুক

পাকসেনারা তিনটি গ্রাম খালি করার আদেশ জারি করেছে

আগরতলা, ২৮ জুলাই (ইউএনআই)- সীমান্তের ওপার থেকে পাওয়া এক সংবাদে প্রকাশ, ত্রিপুরার কাছাকাছি বাঙলাদেশের তিনটি গ্রাম ছেড়ে অবিলম্বে সমস্ত বাসিন্দাকে চলে যাওয়ার জন্য পাক সামরিক জুন্টা আদেশ জারি করেছে। ঐ তিনটি গ্রাম হলাে : আখাউড়া সিঙ্গারবিল অঞ্চলের নলঘরিয়া, নােয়াবর এবং অসীমপুর। এই গ্রামগুলি সিঙ্গারবিল রেল স্টেশনের পশ্চিম পাশে। গত ২৪ জুলাই গ্রামবাসীদের প্রতি ইয়াহিয়া বাহিনীর ঐ আদেশ জারি হয়।
অপরদিকে আখাউড়া-ব্রাহ্মণবাড়িয়া রণাঙ্গনে পুনরায় পাকিস্তানী সৈন্য সমাবেশ করা হয়েছে। এই রিপাের্টে বলা হয়, সামরিক গুরুত্বপূর্ণ স্থানগুলিতে কমপক্ষে পাঁচশাে সৈন্য ছড়িয়ে দেওয়া হয়।
জানা গেল, বাঙলাদেশ মুক্তিযােদ্ধাদের তীব্র আক্রমণের আশঙ্কায় ভীত পাকসামরিক জুন্টা এই সৈন্য সমাবেশ ঘটায়।

সূত্র: কালান্তর, ২৭.৭.১৯৭১