You dont have javascript enabled! Please enable it!

২৫ লক্ষ শরণার্থীর জন্য কেন্দ্রীয় প্রশাসনাধীন ৫০টি শিবির তৈরি হচ্ছে
(স্টাফ রিপাের্টার)

কলকাতা, ১১ জুলাই কেন্দ্রীয় শ্রম ও পুনর্বাসন মন্ত্রী শ্রী আর, কে, খাদিলকর আজ কলকাতায় সাংবাদিকদের জানিয়েছেন, আগামী দুই মাসের মধ্যে বাঙলাদেশের মােট ২৫ লক্ষ শরণার্থীর জন্য ভারতের বিভিন্ন রাজ্যে ৫০টি কেন্দ্রীয় প্রশাসনাধীন শিবির তৈরি হচ্ছে। এর প্রত্যেকটিতে ৫০,০০০ শরণার্থী থাকতে পারবেন। সীমান্ত রাজ্যগুলিতে শরণার্থী চাপ হ্রাস করার জন্যই এই ব্যবস্থা।
এই ৫০টি শিবিরের মধ্যে ২০টি হবে পশ্চিমবঙ্গে এবং ১০টি ত্রিপুরায়। বাকীগুলাে তৈরি হবে আসাম, উত্তরপ্রদেশ, বিহার, ওড়িশা, মধ্যপ্রদেশ রাজ্যে।
শ্রী খাদিলকরকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ভারত সরকার বাঙলাদেশ প্রশ্নটিকে কেন্দ্র করে নতুন কূটনৈতিক উদ্যোগ গ্রহণ করতে চায় রাষ্ট্রসঙ্গে বিষয়টি উপস্থাপিত করার আগে। তিনি জানান, “বিদেশী রাষ্ট্ররা বাঙলাদেশে শক্তির ভারসাম্য বজায় রাখতে ইচ্ছুক। আমরা পরিস্থিতির পর সতর্ক দৃষ্টি রাখছি। বাঙলাদেশ সরকারকে স্বীকৃতি দিলে সম্ভাব্য পাকিস্তানী আক্রমণের মুখে কোন কোন রাষ্ট্র ভারতের পক্ষ অবলম্বন করবে সেটা বিচার করে সম্ভাব্য পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে।”

সূত্র: কালান্তর, ১২.৭.১৯৭১

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!