You dont have javascript enabled! Please enable it! 1971.04.19 | ত্রিপুরা সীমান্তে শরণার্থী শিবির | কালান্তর - সংগ্রামের নোটবুক

ত্রিপুরা সীমান্তে শরণার্থী শিবির

আগরতলা, ১৮ এপ্রিল (নিজস্ব)- ত্রিপুরা সরকার বাঙলাদেশের শরণার্থীদের জন্য সীমান্ত অঞ্চল মােহনপুর ও কমলাসাগরে দুটি শরণার্থী শিবির খুলেছেন। প্রায় দু’হাজার শরণার্থীর ঐ, দুটি শিবিরে আশ্রয় ও খাদ্যের বন্দোবস্ত করা হয়েছে। এছাড়া বাঙলাদেশের বহু পরিবার নিজেদের উদ্যোগে সীমান্তবর্তী গ্রামগুলােতেও আশ্রয় নিচ্ছেন।
উল্লেখযােগ্য, ত্রিপুরার তিন দিকে বাঙলাদেশের সীমান্ত। চট্টগ্রাম কুমিলা ও নােয়াখালী অঞ্চলে শ্রীহট্ট ও ময়মনসিংহ-এর কর্মচারী ও শ্রমিকরা উপদ্রুত এলাকাকে এড়ানাের জন্য ত্রিপুরা যাতায়াত করছেন।

সূত্র: কালান্তর, ১৯.৪.১৯৭১