You dont have javascript enabled! Please enable it! 1971.09.05 | আমেরিকার পাের্ট ও ডক শ্রমিকরা বাঙলাদেশের বিরুদ্ধে প্রেরিত অস্ত্রশস্ত্র জাহাজে বােঝাই করবে না | কালান্তর - সংগ্রামের নোটবুক

আমেরিকার পাের্ট ও ডক শ্রমিকরা বাঙলাদেশের বিরুদ্ধে প্রেরিত অস্ত্রশস্ত্র জাহাজে বােঝাই করবে না

বােম্বাই, ৪ সেপ্টেম্বর (ইউ এন আই)-আমেরিকার পূর্ব ও পশ্চিম উভয় উপকূলের পাের্ট এবং ডক শ্রমিকরা বাঙলাদেশের জনগণের বিরুদ্ধে ব্যবহৃত হবে এরূপ অস্ত্রশস্ত্র এবং সামরিক উপকরণ কোন জাহাজে দেয়ানেয়া বা বােঝাই করবেন না বলে সিদ্ধান্ত করেছেন। সারাভারত পাের্ট এবং ডক শ্রমিক ফেডারেশনের বিবৃতি থেকে এ তথ্য জানা যায়।
আজ ফেডারেশনের বিবৃতিতে আরও বলা হয়েছে যে, প্রশান্ত মহাসাগর উপকূলবর্তী পাের্ট এবং ডক শ্রমিকদের সংস্থা আন্তর্জাতিক সংসাের মেনস এবং ওয়েস হাউস মেনস ইউনিয়ন সম্প্রতি উপরােক্ত সিদ্ধান্ত গ্রহণ করেছে। ইউনিয়ন সভাপতি শ্রীহ্যারি ত্রিজেস ভারতীয় ফেডারেশনকে এই তথ্য জানান।

সূত্র: কালান্তর, ৫.৯.১৯৭১