সংসদ আজ সংহতি প্রকাশ করবে
নয়াদিল্লী, ৩০ মার্চ (ইউএনআই) আগামী কাল ভারতীয় সংসদের উভয় সভায় পূর্ব বাঙলার বাঙলাদেশের প্রতি সংহতি প্রকাশ করে একটি প্রস্তাব গ্রহণ করা হবে। প্রধানমন্ত্রী প্রস্তাবটি উত্থাপন করবেন এবং সর্বসম্মতিক্রমে এটি গৃহিত হবে।
আজ বিরােধী দলগুলির নেতাদের সঙ্গে এক বৈঠকে প্রধানমনত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী, পররাষ্ট্র বিয়ষক মন্ত্রী শরণ সিং, প্রতিরক্ষা মন্ত্রী জগজীবন রাম প্রবৃতি সরকার পক্ষের নেতারা উপস্থিত ছিলেন।
আগামীকাল যে প্রস্তাব গ্রহণ করা হবে আজ তার সর্বসম্মত খসড়া তৈরি হয়েছে। এই প্রস্তাবের তৈরি হয়েছে। এই প্রস্তাবের ওপর কোন বক্তৃতা হবে না।
সূত্র: কালান্তর, ৩১.৩.১৯৭১