You dont have javascript enabled! Please enable it!

ত্রিপুরার পিপলস রিলিফ কমিটির বিলােনিয়া ও সােনামুড়ায় মেডিক্যাল ইউনিটের কাজ শুরু

আগরতলা ॥ ৪ জুন- সাতচান্দ এলাকায় সেবাকাজ চালাবার পর ত্রিপুরা পিপলস রিলিফ কমিটির ইউনিটটি ১১ জুলাই থেকে বিলােনিয়া রাজনগর এলাকায় তাদের সেবাকাজ শুরু করবেন।
সােনামুড়ার শরণার্থী শিবিরগুলােতে ব্যাপক কলেরা দেখা দেওয়ায় পিপলস রিলিফ কমিটির একটি ইউনিট ৬ জুলাই থেকে সােনামুড়ায় সেবাকাজ শুরু করেছেন। তারা প্রধানত কলেরার প্রতিষেধক ওষুধ নিয়ে যাচ্ছেন।

সূত্র: দেশের ডাক
০৯ জুলাই, ১৯৭১
২৪ আষাঢ়, ১৩৭৮