You dont have javascript enabled! Please enable it!

মার্কিন প্রেসিডেন্টের প্রতিনিধির ভারত সফর বন্ধ করুন
হীরেন মুখার্জির দাবি

নয়াদিল্লী, ২ জুলাই (ইউ এন আই)-যতক্ষণ না পর্যন্ত আমেরিকা জাহাজযোেগে পাকিস্তানকে অস্ত্র সরবরাহ স্থগিত রাখবে, ভারত সরকারের উচিত মার্কিন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত হেরী কিসিঙ্গারকে অভ্যর্থনা না জানানাে। ভারত সরকারের উচিত তার সম্মানকে রক্ষা না করা এবং তা মার্কিন যুক্তরাষ্ট্রকে বুঝিয়ে দেওয়া। কমিউনিস্ট নেতা ও লােকসভা সদস্য অধ্যাপক হীরেন মুখার্জি এক বিবৃতিতে এ কথা জানিয়েছেন।
ডঃ কিসিঙ্গারের ভারত ভ্রমণ সম্পর্কে যে নীতি নেওয়া উচিত ছিল তা নেওয়া হয়নি বলে অধ্যাপক মুখার্জি বিবৃতিতে ভারত সরকারের সমালােচনা করেন।

সূত্র: কালান্তর, ৩.৭.১৯৭১