You dont have javascript enabled! Please enable it! 1971.04.15 | বাঙলাদেশের মুক্তিযুদ্ধের প্রতি পূর্ণ সমর্থন, রাজস্থান বিধানসভায় সর্বসম্মত প্রস্তাব | কালান্তর - সংগ্রামের নোটবুক

বাঙলাদেশের মুক্তিযুদ্ধের প্রতি পূর্ণ সমর্থন, রাজস্থান বিধানসভায় সর্বসম্মত প্রস্তাব

জয়পুর, ১৪ এপ্রিল (ইউএনআই) বাঙলাদেশের জনগণের মুক্তিযুদ্ধের প্রতি সহানুভূতি ও পূর্ণ সমর্থন জ্ঞাপন করে রাজস্থান বিধানসভায় সর্বসম্মতিক্রমে আজ এক প্রস্তাব গৃহীত হয়েছে।
মুখ্যমন্ত্রী শ্রী মােহনলার সুখাড়িয়া উক্ত প্রস্তাব উত্থাপন করেন। গত ডিসেম্বর মাসে নির্বাচনের মাধ্যমে বাঙলাদেশের জনগণ যে রায় দিয়েছে তাকে নস্যাৎ করার জন্য পাক সামরিকবাহিনী যে গণহত্যা চালাচ্ছে উক্ত প্রস্তাবে তার নিন্দা করা হয়েছে। | উক্ত প্রস্তাবের ওপর কোন বিতর্ক হয় নি। এই বিষয়ে সংসদের উভয় সভায় যে প্রস্তাব পাশ করে বিধানসভায় তাও অনুমােদন করা হয়।

জাতীয় কো-অরডিনেশন কমিটি
বাঙলাদেশের মুক্তি সংগ্রামে সাহায্যদানের উদ্দেশ্য বিশিষ্ট রাজনীতিকদলের প্রতিনিধিদের নিয়ে শ্রী এম, এস, চাগলাকে চেয়ারম্যান করে গতকাল একটি জাতীয় কো-অরডিনেশন কমিটি গঠিত হয়েছে।
বিহারের মুখ্যমন্ত্ৰী শ্ৰীকপুরি ঠাকুর উক্ত কমিটির কার্যকরী চেয়ারম্যান এবং শ্রীসমর গুহ কনভেনর সেক্রেটারি হয়েছেন।
কলকাতায় উক্ত কমিটির প্রধান কার্যালয় থাকবে এবং দিল্লীও বােম্বাইতে শাখা অফিস খােলা হবে।
শ্রীসমর গুহ বলেন, বাঙলাদেশের জনগণকে সর্বতােপায়ে সাহায্য ও রিলিফ দানের জন্য কলকাতায় শীঘ্রই একটি জাতীয় কনভেনশন আহ্বান করা হবে। কমিটি বাঙলাদেশের প্রতি স্বীকৃতিদানের জন্যও কাজ করে যাবে।
অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উক্ত কমিটিতে কমিউনিস্ট নেতা শ্রীহীরেন মুখার্জী, এস এম ব্যানাজী এনজি গােরে, এস এম যােশী প্রকাশবীর শাস্ত্রী, জজ ফার্নাণ্ডেজ, অটলবিহারী বাজপেয়ী পিলু মমাদ। ডাঃ রামসুভগ সিং প্রমুখ রয়েছিল।

হাজারিবাগ সাংবাদিকদের দাবি
হাজারিবাগ জেলার সাংবাদিক সমিতি বাঙলাদেশের মুজিবুর রহমানের সরকারকে অবিলম্বে স্বীকৃতিদানের জন্য ভারত সরকারের নিকট দাবি জানিয়েছেন।
গতকাল হাজারিবাগে অনুষ্ঠিত সাংবাদিকদের এক বৈঠকে পশ্চিম পাকিস্তানী সামরিক প্রশাসনের সৈন্যবাহিনী বাঙলাদেশের নিরস্ত্র জনতার ওপর যে নির্মম অত্যাচার চালাচ্ছে তার তীব্র নিন্দা করা হয়েছে। সাংবাদিক সমিতি বাঙলাদেশে পাকবাহিনী কর্তৃক অপহৃত ভারতীয় সাংবাদিকদের মুক্তির দাবিও জানিয়েছেন।

বি, কে, ডি’র দাবি
বি, কে, ডি’র সাধারণ সম্পাদক শ্রী প্রকাশ বীর শাস্ত্রী বাঙলাদেশের সরকারকে স্বীকৃতি দানের জন্য ভারত সরকারের নিকট দাবি জানিয়েছেন। তিনি বলেছেন, বাঙলাদেশের সরকারকে স্বী বৃহৎ শক্তিবর্গের প্রতিক্রিয়া দেখবার জন্য অপেক্ষা করা আত্মহত্যার সামিল হবে।

বােম্বাইতে পােস্টার
বােম্বাই-এর বাঙলাদেশ কমিটি পাকবাহিনী কর্তৃক বাঙলাদেশের নরনারী ও শিশুর নিষ্ঠুর হত্যার চিত্র অঙ্কিত করে শহরের রাস্তার দেয়ালে দেয়ালে পােস্টার লাগিয়েছে উক্ত পােস্টারের নীচে লেখা রয়েছে এ ব্যাপারে আমরা কি করছি?

জুতা পালিশ করে অর্থ সংগ্রহ
এস, এস,পি’র জয়পুর যুব শাখার প্রায় ১২ জন যুব নেতা ও সদস্য গতকাল রাজস্থান বিধানসভার বাইরে জুতা পালিস করে বাঙলাদেশের সাহায্যের জন্য অর্থ সংগ্রহ করেন। প্রথম দিনেই তারা আড়াইশতের অধিক টাকা সংগ্রহ করেন। আগামী ১৭ এপ্রিল পর্যন্ত এভাবে তারা টাকা সংগ্রহ করবেন।

বিহার সর্বদলীয় বৈঠকে দাবি
গতকাল পাটনায় অনুষ্ঠিত সর্বদলীয় এক বৈঠকে বাঙলাদেশের সরকারকে অবিলম্বে স্বীকৃতিদানের জন্য ভারত সরকারের নিকট দাবি জানান হয়।
বৈঠকে বাঙলাদেশের জনগণের সঙ্গে সংহতি জ্ঞাপন করা হয়। মুক্তিযােদ্ধাদের বস্ত্র, ওষুধ, খাদ্য এবং অন্যান্য জিনিসপত্র দিয়ে সাহায্য করার সিদ্ধান্ত গৃহীত হয়। উক্ত বৈঠকে ইন্দিরা কংগ্রেসের সংসদ সদস্য বিহার প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক শ্রীনওলকিশাের সিংহ সভাপতিত্ব করেন। অন্যান্যদের মধ্যে মুখ্যমন্ত্রী কপুরি ঠাকুর, কমিউনিস্ট পার্টির পরিষদীয় দলের নেতা শ্রী সুনীল মুখার্জী, সােস্যালিস্ট পার্টির সুরজ নারায়ণ সিং, ইন্দিরা কংগ্রেসের শ্রীললিতেশ্বর প্রসাদ সাহি প্রমুখ উক্ত বৈঠকে ভাষণ দেন।

সূত্র: কালান্তর, ১৫.৪.১৯৭১