ম্যাসকানহাস-এর লেখনীতে সপরিবারে প্রেসিডেন্ট মুজিব হত্যার বীভৎস কাহিনী
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নৃশংস হত্যাকাণ্ডের প্রস্তুতি এবং শেষ পরিণাম সম্পর্কে ব্রিটেনে বসবাসকারী প্রাক্তন পাকিস্তানি সাংবাদিক এ্যান্থনী ম্যাসকার্নহাস (সপ্রতি পরলােকগত)-এর বরাতে কিছু তথ্য এখানে উপস্থাপন করা সমীচীন হবে। ১৯৭৬ সালে লন্ডনের ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের (আইটিভি) পর্দায় সাংবাদিক ম্যাসকার্নহাস প্রায় এক ঘণ্টাকাল কর্নেল ফারুক ও কর্নেল রশিদের। সাক্ষাৎকার গ্রহণ করেছিলেন। এই চাঞ্চল্যকর সাক্ষাৎকার অনুষ্ঠানে ফারুক ও রশিদ প্রকাশ্যে মুজিব হত্যার স্বীকৃতি দেয়া ছাড়াও নৃশংস হত্যাকাণ্ডের বিবরণ ও নিজেদের বক্তব্য পেশ করেন। অনুষ্ঠান চলাকালে এই প্রথমবারের মতাে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রক্তাক্ত লাশের স্থির আলােকচিত্র প্রদর্শিত হয়। তাহলে প্রশ্ন থেকে যায় কেন এমনটি হয়েছিল? পরবর্তীকালে অনেকে এ মর্মে মত প্রকাশ করেছেন যে, আসলে এ সময়টা ছিল ৭৭-এর সামরিক অভ্যুত্থানের (ব্যথ) প্রস্তুতি পর্ব। প্রকাশ, লন্ডন, বেনগাজী এবং ব্যাংকক-এ অফিস খুলে এদের কর্মকাণ্ড এ সময় পুরােদমে শুরু হয়েছিল। তাই সবার দৃষ্টি অন্যত্র সরিয়ে আনাই ছিল আলােচ্য টিভি সাক্ষাৎকারের অন্যতম উদ্দেশ্য এবং স্বাভাবিকভাবেই ম্যাসকার্নহাস এসব ব্যাপারে মােটামুটি অবহিত ছিলেন। | সে যা-ই হােক। এ্যান্থনী ম্যাসকাহাস পরবর্তীকালে তাঁর রচিত বিতর্কিত “এ লিগাসি অব ব্লাড’ গ্রন্থে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের যে বিবরণ দিয়েছেন তারই অংশ বিশেষ এখানে উপস্থাপন করা হলাে। সময় : রাত ১০টা। তারিখ : ১৪ই আগস্ট ১৯৭৫ স্থান : ঢাকার নতুন বিমানবন্দর.। নিয়ম মাফিক ফাস্ট বেঙ্গল ল্যান্সার ও দ্বিতীয় ফিল্ড আর্টিলারি যুক্ত মহড়া ১৪ই আগস্ট রাত দশটায় শুরু হলাে। দুই ইউনিটের প্রায় ৬০০ সৈন্য ক্যান্টনমেন্টের পিছনে নির্মীয়মান নতুন এয়ারপাের্টের কাছে অংশ নিতে গিয়েও তাদের কমান্ডারদের মনে কী আছে তা একটুও টের পায়নি।
সমস্ত স্বাভাবিক ও গতানুগতিক কাজের মধ্যে একটি মাত্র কাজ ছিল অস্বাভাবিক। একটা আর্টিলারি রেজিমেন্টের তিন কোম্পানির ব্যাটারিকে বেরিয়ে এনে শুধুমাত্র রাইফেল নিয়ে সজ্জিত হতে বলা হলাে। এদের প্রতি নির্দেশ ১২টি ট্রাক ভর্তি হয়ে মহড়ায় যাওয়ার। এই শেষ নির্দেশটি কারও মনে কোনাে সন্দেহের উদ্রেক করতে পারেনি। কেননা মেজর রশিদ রেজিমেন্টের দায়িত্ব নেয়ার পর ইতিপূর্বেও ট্রেনিং-এর সময় রুটিন-এ এ ধরনের রদবদল করেছে। মেজর হুদা মিলিটারি গােয়েন্দা বিভাগের একজন অফিসার এবং ডালিমের ঘনিষ্ঠ বন্ধু। তারা একই সঙ্গে আর্টিলারিতে কাজ করেছে। এদিকে রশিদ তার দল এবং ১২টি ট্রাক বােঝাই সৈন্য নিয়ে ট্যাঙ্ক গ্যারেজে এসে ফারুকের সঙ্গে যােগ দিল। এখানেই মধ্যরাতে প্রথমবারের মতাে সবাইকে অপারেশনের পুরাে বিবরণ জানানাে হলাে। ফারুক অপারেশনের সর্বময় নেতৃত্ব ছিল। শেখ মুজিবকে হত্যা করার কারণ এবং প্রয়ােজনীয়তা ব্যাখ্যা করে, পরিকল্পনায় যােগ দিতে রাজি আছে কিনা ফারুক জানতে চাইলে সকলেই সম্মতি জানায়। তারপরই তারা কাজের কথায় ফিরে আসে। ফারুক তখন ঢাকা শহরের একটি সুপরিকল্পিত ট্যুরিস্ট ম্যাপ স্কোয়াড্রন অফিস টেবিলে রাখে। যে সকল জায়গায় ব্লক স্থাপন করতে হবে, সে সমস্ত । জায়গায় সে দাগ কেটে দেয়। পরিকল্পনা মােতাবেক একটা ট্যাঙ্ক বিমান বন্দরের রানওয়ে আটকাবে আর। সৈন্যরা মিরপুর ব্রিজ নিয়ন্ত্রণ করবে। অন্য দগুলােকে পাঠানাে হবে রেডিও স্টেশন, বঙ্গভবন আর নিউ মার্কেটের কাছে পিলখানায় (পিলখানা ব্যারাক বাংলাদেশ রাইফেলস্-এর সদর দপ্তর)। ৭৫ থেকে ১৫০ জন সৈন্যের বড় বড় তিনটি দল সাজানাে হলাে। ঐ সুসজ্জিত তিনটি দলকে তিনটি প্রধান প্রধান টার্গেট–শেখ মুজিব, আবদুর রব।
সেরনিয়াবাত এবং শেখ ফজলুল হক মণি’র বাড়িতে চূড়ান্ত আঘাতের দায়িত্ব দেয়া হলাে। শেখ মুজিবের বাড়িতে আক্রমণের জন্য ডালিমকে বলা হলে, ডালিম রাজি হলাে না। প্রেসিডেন্ট পরিবারের সঙ্গে তার পরিবারের একটা ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান ছিল। সম্ভবত সে কারণে ডালিম খােদ শেখ মুজিবের উপর আক্রমণ। চালাতে ব্যক্তিগতভাবে নারাজ হলাে। তৎপরিবর্তে সে সেরনিয়াবাতের বাড়িতে সর্বাত্মক হামলা চালানাের দায়িত্ব নিলাে। আর শেখ মুজিবকে দুনিয়া থেকে সরিয়ে দেয়ার ভয়ংকর দায়িত্বটি নিলাে প্রাক্তন মেজর নূর এবং মেজর মহিউদ্দিন। তারা সঙ্গে নিলাে এক কোম্পানি ল্যান্সার। ম্যাসকার্নহাস আরও লিখেছেন, ফারুকের অত্যন্ত আস্থাভাজন এনসিও (নন কমিশন্ড অফিসার) রিসালদার মুসলেহউদ্দিন ওরফে মুসলিমকে দেয়া হলাে শেখ মণির বাড়িতে আক্রমণের দায়িত্ব। তাদের উপর নির্দেশ ছিল—শেখ মুজিব, সেরনিয়াবাত আর শেখ মণিকে হত্যা করার। এবং মুজিবের দুই পুত্র শেখ কামাল আর শেখ জামালকে বন্দি করার। আর কাউকে কিছু করা বারণ ছিল। তবে, পরিকল্পনায় বাধা সৃষ্টি করতে পারে, এমন যে কাউকে প্রয়ােজনবােধে নিশ্চিহ্ন করে দেয়ার নির্দেশ রইল। আসলে এই নির্দেশটিই হত্যাযজ্ঞের পরিধি প্রশস্ত করার পথ খুলে দিল। ফারুকের মতে, রশিদের দায়িত্ব ছিল রাজনৈতিক খুঁটিগুলাে সঠিকভাবে চালনা করা। অভিযান শুরু হবার সঙ্গে সঙ্গেই রশিদ স্কোয়ার্ডন লিডার লিয়াকতের কাছে যাবে, যাতে করে সে তার মিগ জঙ্গী বিমান নিয়ে প্রস্তুত থাকে। ঢাকার বাইরে থেকে কোনাে সেনা ইউনিট ঢাকায় আসার চেষ্টা করলে, সে তা ঠেকিয়ে দেবে।
এছাড়া রশিদের উপর আরও দুটি গুরুত্বপূর্ণ দায়িত্ব বর্তায়। তার একটা ছিল, খন্দকার মােশতাক আহম্মদকে রেডিও স্টেশনে নিয়ে আসা। রেডিও স্টেশনে পৌঁছে মুজিব হত্যার ঘােষণা দেয়, আর দেশের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে খন্দকার মােশতাক আহম্মদের নাম ঘােষণা করা। অন্য দায়িত্বটি ছিল, মুজিব হত্যার পর বিশ্লেড হেড কোয়ার্টারের উচ্চপদস্থ সামরিক অফিসারদের সমর্থন আদায়ের চেষ্টা চালানাে। সে (ফারুক) নিজে নিলাে অভিযানের সবচাইতে গুরুত্বপূর্ণ আর বিপদসংকুল কাজটি এবং তা ছিল দুর্ধর্ষ রক্ষী বাহিনীকে সামলানাের কাজ। সাধারণ অবস্থায়, অতর্কিতে আক্রমণ চালানাে হলে, ২৮টি ট্যাঙ্ক দিয়ে একত্রে জমাট-বাঁধা ৩০০০ রক্ষী বাহিনীর একটি দলকে অকেজো করে দেয়া তেমন কোনাে কঠিন কাজ নয়। কিন্তু প্রকৃতপক্ষে ফারুকের ট্যাঙ্কগুলাে ছিল একেবারে শূন্যকোনাে গােলা বারুদই ছিল না এতে। এমনকি ট্যাঙ্কের মেশিনগানগুলােতেও কোনাে গুলি ছিল না। ঐ অবস্থায় কেউ তাকে সত্যিকারভাবে প্রতিরােধ করতে চাইলে তার কিছুই করার থাকত না। ভাের ৪টা ৪০ মিনিট নাগাদ ফারুকের বাহিনী আঘাতের লক্ষ্যে সংগঠিত হয়ে যার যার জায়গামতাে পৌছার জন্য প্রস্তুত হলাে। রশিদের আর্টিলারি বাহিনী তাদের কামান নিয়ে নতুন এয়ারপাের্ট-এর প্রান্তে দাঁড়িয়ে। ল্যান্সার গ্যারেজে সারিবদ্ধভাবে ২৮টি ট্যাঙ্ক, ১২টি ট্রাক, ৩টি জিপ আর ১০৫ মি:মি: হাউইটজার। তৈরি। এগুলাের সঙ্গে রণসাজে সজ্জিত ৬০০ সৈন্যের একটি শক্তিশালী দল। আধা ঘণ্টার মধ্যেই ফারুক তার সুসজ্জিত বাহিনী নিয়ে যাত্রা শুরু করল। ফারুক ছিল একেবারে সামনের ট্যাঙ্ক-এ … বনানীর রাস্তা ধরে, ডানদিকে মােড় নিয়ে ক্যান্টনমেন্টের চেক পয়েন্টের দিকে ফারুকের ট্যাঙ্কবহর ধীরে ধীরে ছুটে চলল।
অত্যন্ত আশ্চর্যের ব্যাপার এই যে, ট্যাঙ্কের এতােবড় বহরকে তাদের নিজস্ব প্রশিক্ষণ এলাকা ছাড়িয়ে বাইরে যেতে দেখেও কারাে মনে কোনাে সন্দেহ। হলাে না।. ক্যান্টনমেন্ট এলাকা থেকে বের হয়েই ট্যাঙ্কগুলাে দ্রুতগতিতে এগিয়ে চলল। দেয়াল ভেঙে ঢুকে পড়ল এয়ারপাের্ট (নতুন) এলাকায়। একটা ট্যাঙ্ক পূর্বের নির্দেশ মতাে সারি থেকে বেরিয়ে এসে রানওয়ে অবরােধ করে বসল। আর একটা গেল হেলিপ্যাডের দিকে। সেখানে আধ ডজন হেলিকপ্টার পার্ক করা ছিল। বাকি সব ট্যাঙ্ক প্ল্যান্ট প্রােটেকশন সেন্টারকে (উদ্ভিদ সংরক্ষণ কেন্দ্র) পাশ কাটিয়ে ছুটে চললাে রক্ষী বাহিনীর হেড কোয়ার্টারের দিকে ফারুক তখন ঘড়ির দিকে তাকিয়ে দেখে সকাল ৫টা ১৫ মিনিট হয়ে গেছে। এতক্ষণে ঘাতক দলগুলাে স্ব স্ব গন্তব্যস্থলে পৌঁছে গেছে নিশ্চয়ই। | এয়ারপাের্টের দেয়ালের কাছাকাছি এসে ফারুক তাকিয়ে দেখে মাত্র একটি ট্যাঙ্ক তাকে অনুসরণ করছে। বাকি ২৪টা ট্যাঙ্ক একেবারে লাপাত্তা। কিন্তু ফারুক দমে যাবার পাত্র নয়। কম্পাউন্ডের বাউন্ডারি ওয়াল আর দুটি গাছ উপড়ে ফেলে তার ট্যাঙ্ক এগিয়ে চলল । কিন্তু রক্ষী বাহিনীর ব্যারাকের কাছে পৌছে সে যা দেখল, তাতে তার দম বন্ধ হবার উপক্রম হলাে। তার ভাষায়। হঠাৎ আমি তাকিয়ে দেখি ৩০০০ রক্ষী বাহিনীর পুরাে ব্রিগেডটি ৬টি সারিতে সারিবদ্ধ হয়ে ব্যারাকের সামনে দাঁড়িয়ে আছে। তারা ছিল যুদ্ধের সাজে সজ্জিত। মাথায় তাদের স্টিলের হেলমেট, হাতে রাইফেল, কাঁধে প্রয়ােজনীয় জিনিসের বান্ডিল আরও কত কি। এরপর পিছু হটার, আর কোনাে পথই খােলা ছিল না। আমরা যখন ওদের পাশ দিয়ে যাচ্ছিলাম তখন রক্ষী বাহিনীর লােকেরা অবাক হয়ে আমাদের দিকে তাকিয়ে দেখছিল। আমরা তাদের দিকে তীক্ষভাবে তাকিয়ে ছিলাম। সে ছিল এক ভয়ঙ্কর অবস্থা। আমি ড্রাইভারকে বললাম, যদি ওরা কিছু করতে শুরু করে অমনি আর দেরি না করে তাদের উপরেই ট্যাঙ্ক চালিয়ে দেবে।
তার আর দরকার হয়নি। দূর থেকে ভেসে আসা গুলির আওয়াজ তাদের। কানে বাজতে লাগলাে। … রক্ষী বাহিনীর পক্ষ থেকে কোনাে প্রতিক্রিয়া না দেখে ফারুক নিশ্চিত হলাে যে, তার বিপদের সম্ভাবনা কেটে গেছে। ধানমন্ডির ৩২ নম্বর বাড়ির অবস্থা তখন গােলযােগপূর্ণ। ভাের সােয়া পাঁচটার মধ্যেই মেজর মহিউদ্দিন, নূর আর হুদার নেতৃত্বে পরিচালিত প্রধান ঘাতক দলটি শেখ মুজিবের বাড়িতে পৌঁছে গিয়েছিল। তাদের সঙ্গে পাঁচ ট্রাক ভর্তি ১২০ জন সৈন্য আর একটি হাউইটজার ছিল। মিরপুর রােডে লেকের পাড়ে হাউইটজারটি শেখ মুজিবের বাড়ির মুখােমুখি বসানাে হলাে। আরও কিছু ট্রাকে করে সৈন্য এসে পুরাে বাড়িটার চতুর্দিক ঘিরে ফেলে। তারপরই মেজরবৃন্দ আর তাদের লােকেরা ভেতরে ঢুকে পড়ে। বাড়ির এলাকার বাইরে প্রহরারত সশস্ত্র পুলিশ কালাে উর্দিপরা ভারি অস্ত্রশস্ত্রে সজ্জিত সৈন্য দেখে ভড়কে যায় এবং কোনাে প্রকার বাদানুবাদ ছাড়াই আত্মসমর্পণ করে। গেটে প্রহরারত ল্যান্সার প্রহরীরা ষড়যন্ত্রের সঙ্গে জড়িত ছিল। ঠিকই, কিন্তু যখন তারা তাদেরই সহকর্মী আর তাদেরই কিছু অফিসারকে দেখতে পেলাে, তখন তারা ঐ কালাে উর্দি পরিহিত লােকদেরকে ভেতরে আসার সুবিধে করে গেট ছেড়ে দিলাে। ঐ সময় শেখ মুজিবের ব্যক্তিগত প্রহরীরা বারান্দায় ঘুমন্ত ছিল। আনাগােনার শব্দ শুনে ওরা জেগে ওঠে। গেট দিয়ে অচেনা লােকদেরকে অস্ত্র নিয়ে ঢুকতে দেখে, তারা তাদের স্বয়ংক্রিয় অস্ত্র থেকে গুলি চালায়। আর্টিলারির শামছুল আলমের মাথায় গুলি লেগে সঙ্গে সঙ্গেই মারা যায়। ল্যান্সার বাহিনীর আর একজন সৈন্য গুরুতরভাবে আহত হয়। সঙ্গীদের ঢলে পড়তে দেখে আর বাড়ির ভেতর থেকে প্রচণ্ড প্রতিরােধের কারণে সৈন্যরা তাদের সর্বশক্তি নিয়ােগ করে শত্রুর উপর ঝাপিয়ে পড়ে।
কয়েক মিনিটের মধ্যেই শেখ মুজিবের দেহরক্ষীদের খতম করে দিয়ে তারা বাড়ির ভেতরে ঢুকে পড়ে। প্রথমেই তারা নীচতলার প্রতিটি রুম পালাক্রমে তল্লাশী করে দেখে। ইতিমধ্যে প্রচণ্ড গুলি বিনিময়ের শব্দে হাউইটজার কুরা ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে। প্রবল প্রতিরােধের আশঙ্কায় তারা তাদের হাউইটজার থেকে রকেট নিক্ষেপ করতে শুরু করে। রকেটের প্রথম দু’টিই ধানমন্ডির লেকের দু’পাশে গিয়ে পড়ে। তারপর তারা তাদের কামান উচিয়ে আরও ছয় রাউন্ড রকেট নিক্ষেপ করে। একটিও লক্ষ্যভেদ করতে সক্ষম হলাে না। কামান থেকে এত বেশি জোরে রকেটগুলাে নিক্ষিপ্ত হয়েছিল যে এর একটা প্রায় চার মাইল দূরে মােহাম্মদপুরে এক বিহারীর বাড়িতে গিয়ে পড়ে। ঐ রকেটের আচমকা আঘাতে দু’ব্যক্তি নিহত ও অনেক লােক আহত হয়। এ্যান্থনি ম্যাসকার্নহাস-এর প্রদত্ত তথ্য অনুসারে শেখ মুজিবের ছেলে শেখ কামাল আর শেখ জামাল সঙ্গে সঙ্গে তাদের স্টেনগান হাতে নিয়ে শত্রুর বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়ে পড়ে। কিন্তু বেশিক্ষণ টিকতে পারেনি কামাল। সিড়ির গােড়ার দিকেই গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে সে। অবশ্য নিহত হবার আগে সে আরও দুজন সৈন্যকে আহত করতে পেরেছিল। শেখ মুজিব নিজেও খুব তাড়াতাড়ি কিছু প্রয়ােজনীয় পদক্ষেপ নিয়ে আক্রমণ ঠেকানাের চেষ্টা চালান। প্রথমেই তিনি টেলিফোন করে রক্ষী বাহিনী সদর দফতরে। সেদিন রক্ষী বাহিনীর কমান্ডিং অফিসার বিগ্রেডিয়ার নুরুজ্জামান আর কর্নেল সাবিহউদ্দিন দেশে ছিল না। তিনি বহু চেষ্টা করে অন্য কোনাে সিনিয়র অফিসারকেও মিলাতে পারলেন না। উপায় না পেয়ে তিনি সেনাবাহিনী স্টাফ প্রধান, জেনারেল শফিউল্লাহকে ফোন করেন এবং তার মিলিটারি সেক্রেটারি ব্রিগেডিয়ার মাশহুরুল হককে ফোন করে অবিলম্বে সাহায্য পাঠাবার নির্দেশ দেন। সর্বশেষ ফোনটি করেন সামরিক গােয়েন্দা বিভাগের ডাইরেক্টর, কর্নেল জামিলকে।
মাত্র পক্ষকাল আগে শেখ মুজিব কর্নেল জামিলকে ঐ পদের জন্য বিশেষভাবে নির্বাচন করেন। জামিল একটুও দেরি করল না। পােশাক পরিধানের | সময় না পেয়ে তার পায়জামার উপরে ড্রেসিং গাউনটি চড়িয়ে দিয়ে লাল ভােক্স ওয়াগন গাড়িতে করে সে প্রেসিডেন্টের সাহায্যে ছুটে চলল। প্রচণ্ড বেগে গাড়ি হাঁকিয়ে এসে পৌছলাে প্রেসিডেন্টের বাড়ির দ্বারপ্রান্তে। কিন্তু ধানমন্ডির ৩২ নম্বর সড়কের বাড়িটি তখন কারবালায় পরিণত হয়ে গেছে। জামিল তার গাড়ি নিয়ে বাড়ির ভেতরে ঢুকতে চেয়ে ব্যর্থ হলাে। গেটের বাইরেই তাকে থামিয়ে দিলাে সৈন্যরা। অত্যন্ত কড়া ভাষায় বাক্য বিনিময়ের সঙ্গে সঙ্গেই জামিল তার গাড়ি । থেকে বেরিয়ে এল। গাড়ি ফেলে সৈন্যদের পাশ দিয়ে বাড়ির ভেতরে ঢুকে পড়তে চাইলেই সৈন্যরা গুলি চালিয়ে দেয় জামিলের বুকে আর মাথায়। টলতে টলতে প্রেসিডেন্টের বাড়ির গেটের গােড়ায় মৃত্যুর হিমশীতল কোলে ঢলে পড়ে জামিল। জীবনের বিনিময়েও সে শেখ মুজিবের কোনাে কাজে লাগতে পারল না। এরই মধ্যে বাড়ির সর্বত্র ওরা ছড়িয়ে পড়েছে। মেজর মহিউদ্দিন, হুদা আর নূর বাড়ির প্রতিটি কামরা মুজিবের খোঁজে তন্ন তন্ন করে চষে বেড়াচ্ছে। হঠাৎ অপ্রত্যাশিতভাবে মহিউদ্দিন মুজিবকে পেয়ে গেল। সে দোতলায় উঠতে সিঁড়ির গােড়ায় পা ফেলতেই শেখ মুজিবকে দাঁড়ানাে অবস্থায় দেখতে পায়। তাদের মধ্যে দূরত্ব ২০ ফুটের বেশি হবে না। শেখ মুজিবের পরনে তখন একটি ধূসর বর্ণের চেক লুঙ্গি আর সাদা পাঞ্জাবি। ডান হাতে ছিল তার ধুমপানের পাইপটি। | শেখ মুজিবকে হত্যা করার দৃঢ় মনােবল নিয়ে এ অভিযানে বেরুলেও মহিউদ্দিন শেখ-এর সামনা সামনি দাঁড়িয়ে পুরােপুরিভাবে মনােবল হারিয়ে ফেলে। মহিউদ্দিন আমতা আমতা করে তাকে বলছিল স্যার আপনি আসুন।
সূত্রঃ মুজিবের রক্ত লাল – এম আর আখতার মুকুল