You dont have javascript enabled! Please enable it! 1971.04.23 | তাজউদ্দীনের সফরের পরপরই বেনাপোলে পাক বাহিনীর আক্রমন - সংগ্রামের নোটবুক

২৩ এপ্রিল ১৯৭১ঃ তাজউদ্দীনের সফরের পরপরই বেনাপোলে পাক বাহিনীর আক্রমন

১৯৭১ এর ২৩ শে এপ্রিল সকালে প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমেদ ব্রিটিশ এমপি ডগলাস ম্যান কে নিয়ে বেনাপোল সফর করেন। প্রধানমন্ত্রী চলে যাওয়ার ১৫ মিনিট পর যশোর-বেনাপোল রোডের পাশে বেনাপোলের কাগজপুকুরে মুক্তিবাহিনী অবস্থানের মধ্যে পাকবাহিনী গোলন্দাজ সহায়তা নিয়ে প্রচণ্ড আক্রমন করে। তাদের আক্রমনে মুক্তিবাহিনীর বেশ কয়েকজন হতাহত হয়। এমন সময়ে হঠাৎ পিছনদিক থেকে জিপ চালিয়ে লেঃ হাফিজের কাছে নামলেন ভারতের ১৮ বিএসএফ এর কমান্ডিং অফিসার লেঃ কঃ মেঘ সিং। তিনি যুদ্ধে আহতদের অবিলম্বে পেট্রাপল পাঠানোর নির্দেশ দিয়ে চলে যান। ফিরে গিয়েই তিনি ক্যাপ্টেন ভারমার কমান্ডে ৬টি ৩ ইঞ্চি মর্টার সহ একটি ইউনিট এখানে পাঠিয়ে দেন। যৌথ দল পাকিস্তানীদের এ যাত্রায় প্রতিরোধে সক্ষম হয়। মেঘ সিংহ এর সাহায্যের জন্য সেদিন পাকিস্তানীদের অনেক হতাহত হয় পরবর্তী ১৫ দিন তারা আর কোন আক্রমন চালায়নি। এই সাফল্য এর উপর লেঃ হাফিজকে পরে বীর বিক্রম খেতাব দেয়া হয়।