২৩ এপ্রিল ১৯৭১ঃ কলকাতায় পাক হাই কমিশন বন্ধ ঘোষণা
পাকিস্তান ঘোষণা করেছে ২৬ এপ্রিল দুপুর ১২ টা থেকে কলকাতা স্থ তাদের মিশন বন্ধ হয়ে যাবে অনুরূপ ভাবে ভারতকে বলা হয়েছে তারা যেন তাদের ঢাকা মিশন বন্ধ করে দেয়। পাকিস্তান অভিযোগ করে যে তারা কলকাতায় নিযুক্ত তাদের ডেপুটি হাই কমিশনার মেহেদি মাসুদকে সহযোগিতার আশ্বাস দেয়া সত্ত্বেও দায়িত্বভার গ্রহনে কোন সহায়তা করছে না। কলকাতায় পৌছার পর থেকে তাকে হয়রানী এবং হুমকি দেয়া হচ্ছে তিনি কলকাতার একটি আবাসিক হোটেলে উঠেছিলেন। সে হোটেল লবিতে কংগ্রেসের কিছু কর্মী তার উপর হামলা করার চেষ্টা করে এবং সেখানকার রক্ষীদের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এর পর পর জনাব মাসুদ হোটেল ত্যাগ করেন। মেহেদি মাসুদ হাই কমিশনের টাকা তুলতে গেলে ব্যাংকেও হামলা হয়। উল্লেখ্য ব্যাঙ্কের সকল টাকা ইতিপূর্বে হোসেন আলী উত্তোলন করে ফেলেছেন।