লে: কর্ণেল মেঘ সিং ১৯৭১
লে: কর্ণেল মেঘ সিং। জন্ম ১ইমার্চ ১৯২৪, ভারতের রাজস্থানে। ১৯৭১ সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালীন যশোর সংলগ্ন বনগাঁয় ভারতীয় ১৮ কম্যান্ডো ব্যাটেলিয়ন এর কমান্ডিং অফিসার। সেনা বাহিনীতে রাজপুত ব্যাটালিয়নে কমিশন ও কমান্ডো। লে.জেনারেল হারবক্স সিং যখন জিওসি তখন মেঘ সিং ৩ গার্ড রেজিমেন্ট এ সেকেন্ড কম্যান্ডে ছিলেন। এই সময়েই তিনি মেজর থেকে লে: কর্ণেল পদে পদোন্নতি বঞ্চিত হন। তিনি রাগে চাকুরি থেকে অবসর চান। সময়টা তখন আগস্ট ১৯৬৫। ঠিক এই সময়ে পাকিস্তানী অনুপ্রবেশকারীরা কাশ্মীরে ঝামেলা করছিল। এই সময়ই আধা পাগলা মেঘ সিংহ হারবক্স সিং এর কাছে তাদের মোকাবেলা করার জন্য একটি পরিকল্পনা পেশ করেন। হারবক্স সিং তার পরিকল্পনা সাদরে গ্রহন করেন এবং তাকে বলেন একটি অপারেশন সাফল্য লাভ করলে তার প্রমোশন দেয়া হবে। মেজর মেঘ সিংহ তার ১৫ কোর এর জিওসি এর সাথে দেখা করে তার পরিকল্পনার রিক্রুটিং শুরু করলেন। ১৫ দিন প্রশিক্ষন দিয়ে একটি দল তৈরি করে তার নাম দিলেন মেঘদূত বাহিনী।
এই দলটি শত্রু পক্ষের পিছনে চলে গিয়ে আক্রমন করে প্রায় সকল অপারেশনে সাফল্য লাভ করে এবং শেষ অপারেশনে মেঘ সিংহ আহত হন। ৬৫ সালের পাক ভারত যুদ্ধের শেষেই হারবক্স সিং তার কথা রাখলেন তাকে প্রমোশন দেন এবং সাথে ১৯৬৫ সালের যুদ্ধে সাহসীকতা প্রদর্শনের জন্য “বীর চক্র” পদক দিলেন। বিএসএফ ডিজি রুস্তমজি ২৬ মার্চ ঘটনার প্রেক্ষিতে ২৯ মার্চ দ্রুত বাংলাদেশ বর্ডার ঘিরে ৩ টি কম্যান্ডো ও একটি বিশেষ ব্যাটেলিয়ন মোতায়েন করেন। ১০৪ কম্যান্ডো ব্যাটেলিয়ন কে ত্রিপুরায় ( Brig BC Pande), ১০৩ কম্যান্ডো ব্যাটেলিয়ন (Col Rampal Singh) কে কুচবিহার, ১৮ কম্যান্ডো ব্যাটেলিয়ন(LE Col Megh Singh VrC) কে বনগাঁ, বিশেষ ব্যাটেলিয়ন (Brig MS Chatterjee MC) কে বালুরঘাট এ মোতায়েন করেন। বিসি পাণ্ডে তখন ডিজি বিএসএফ ত্রিপুরা তিনি অবসর নেওয়ার পরে জয়পুরে একটা থ্রি স্টার হোটেল তৈরি করেন। হোটেলটির নাম Meghniwas Hotel.