২৩ এপ্রিল ১৯৭১ঃ কলকাতায় ব্রিটিশ এমপি ব্রুশ ডগলাসম্যান এবং জন স্টোন হাউজ
ব্রিটিশ এমপি ব্রুশ ডগলাসম্যান ও এমপি জন স্টোন হাউজ সকালে প্রধানমন্ত্রী তাজ উদ্দিনের সাথে সাক্ষাৎ করেন। এমপি জন স্টোন হাউজ আলাদা ভাবে প্রধানমন্ত্রী তাজ উদ্দিনের সাথে আলাপ করেন এ সময় অর্থমন্ত্রী মনসুর আলী উপস্থিত ছিলেন। এমপি জন স্টোন হাউজ এ সময়ে তাজউদ্দীনের কাছে বাংলাদেশের ডাক টিকেট ছাপানোর প্রস্তাব দেন। পরে তারা তাজ উদ্দিনের সাথে যশোরের বেনাপোল পরিদর্শন করেন। পরে কলকাতায় ফিরে বাংলাদেশ মিশন প্রধান হোসেন আলীর সাথে সাক্ষাৎ করেন এবং মুক্তিযুদ্ধ বিষয়ে খোজ খবর নেন। তিনি ভারতে এসেই কলকাতার বিভিন্ন শরণার্থী শিবির পরিদর্শন করেন। পরে সাংবাদিকদের তিনি বলেন ভিয়েতনামে একটি মাইলাই যদি সভ্য সমাজে আলোড়ন সৃষ্টি করতে পারে তবে বাংলাদেশে শতাধিক মাই লাই সংঘটিত হয়েছে যে গুলি বিশ্বকে পশ্চিম পাকিস্তানী সামরিক সরকারের উপর গণহত্যা ও বর্বরতা বন্ধের জন্য চাপ সৃষ্টি করতে পারে। তিনি বলেন রাষ্ট্র সঙ্ঘের কাছে এ গণহত্যা বন্ধে দাবী জানানো হয়েছে। তিনি বলেন এটা পরিস্কার যে পাকবাহিনী বাঙ্গালীদের উপর আক্রমন করেছিল। শেষ পর্যন্ত মুক্তিযোদ্ধাদের জয় হবে বলে তিনি বিশ্বাস করেন। তিনি বলেন পাকিস্তানের বিরুদ্ধে ব্রিটিশ সরকারের অর্থনৈতিক বিধিনিষেধ আরোপ করা উচিত।