You dont have javascript enabled! Please enable it!

২৩ এপ্রিল ১৯৭১ঃ প্রতিরোধ যুদ্ধ—রাজশাহী

ভারতের দক্ষিন দিনাজপুরে/ বালুরঘাটে কর্নেল ওসমানী ক্যাপ্টেন গিয়াসের ক্যাম্প পরিদর্শন করেন। তিনি এ এলাকায় গিয়াসকে কম্যান্ডার নিয়োগ করেন। তিনি তাকে আশ্বাস দেন বিএসএফ তাদের অস্র দিবে।  উত্তর বঙ্গে পাক বাহিনীর১৬ ডিভিশন মোতায়েন সম্পন্ন হয়েছে।  চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহীর গোদাগাড়িতে মুক্তিযোদ্ধাদের অবস্থানে পাকবাহিনী প্রচণ্ড হামলা চালায়। এ যুদ্ধে মুক্তিযোদ্ধাদের ব্যাপক ক্ষতি হয়।  রাজশাহী থেকে সড়কপথে পাকবাহিনীর একটি কনভয় ভারি অস্ত্রশস্ত্রে সজ্জিত অবস্থায় নওগাঁ প্রবেশ করে। নওগায়ে ‘শান্তি কমিটি’ গঠন করা হয়। মুর্শিদাবাদের পলাশীতে নৌ কম্যান্ডোদের প্রশিক্ষন শুরু হয়েছে।