মার্কিন সাম্রাজ্যবাদ এবং তার এদেশীয় ঘাতকরা
১৫ই আগস্ট, ১৯৭৫-এর কালরাত্রিতে যাদের হত্যা করেছে ?
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
বেগম ফজিলাতুন্নেসা মুজিব।
জনাব আবদুর রব সেরনিয়াবাত।
জনাব শেখ ফজলুল হক মনি।
জনাব শেখ আবু নাসের।
বেগম সামশুন্নেসা মনি।
শেখ কমাল। শেখ জামাল।
শেখ রাসেল (বঙ্গবন্ধুর ৮ বছরের কনিষ্ঠ পুত্র)।
বেগম সুলতানা কামাল।
বেগম রােজী কামাল।
জনাব শহীদ সেরনিয়াবাত (আবদুর রব সেরনিয়াবাতের ভ্রাতুস্পুত্র)।
বেবী সেরনিয়াবাত (ঐ কন্যা, বয়স ১৪ বছর)।
আরিফ সেরনিয়াবাত (ঐ পুত্র, বয়স ১২ বৎসর)।
বাবু সেরনিয়াবাত (ঐ দৌহিত্র, বয়স ৫ বৎসর)। নান্টু (ঐ ভাগিনেয়)।
কর্নেল জামিল। বঙ্গবন্ধুর বাড়িতে কর্তব্যরত ডি, এস, পি।
এ ছাড়া বঙ্গবন্ধুর ও আবদুর রব সেরনিয়াবাতের বাড়ির কয়েকজন কর্মচারী।
গুলিতে আহত ? বেগম আবদুর রব সেরনিয়াবাত।
বেগম আবুল হাসনাত আবদুল্লাহ (ঐ পুত্র বধূ)। বিউটি সেননিয়াত (ঐ কন্যা)।
আবুল খায়ের আবদুল্লাহ (ঐ ভ্রাতুস্পুত্র)। হেনা সেরনিয়াবাত (ঐ কন্যা)।
সূত্রঃ ফ্যাক্টস্ এন্ড ডকুমেন্টস্ বঙ্গবন্ধু হত্যাকান্ড অধ্যাপক আবু সাইয়িদ